For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের সংঘাতের মধ্যেই অরুণাচল নিয়ে চিনের ষড়যন্ত্র গভীর হচ্ছে! হারের লজ্জা ঢাকতে বেজিং যা করছে

লাদাখের সংঘাতের মধ্যেই অরুণাচল নিয়ে চিনের ষড়যন্ত্র গভীর হচ্ছে! হারের লজ্জা ঢাকতে বেজিং যা করছে

  • |
Google Oneindia Bengali News

গালওয়ানে মল্লযুদ্ধের রাতে চিনের লজ্জাজনক পরাজয় কিছুতেই হজম করতে পারেনি বেজিং। আর সেজন্যই ফুঁসে উঠে তারা ফের ২৯ অগাস্টের রাতে লাদাখে এলাকা দখলে বেড়িয়ে পড়ে। যদিও সেই সংঘাতেও ভারতের কাছে পাল্টা জবাবে গুটিয়ে যায় চিন। এরপর থেকেই ফুঁসে উঠেছে জিনপিং নেতৃত্ব। তারা পাল্টা চালে ভারতকে মাত দেওয়ার অন্য রাস্তা খুঁজেছে।

 লাদাখ ছেড়ে সুবানসিরি!

লাদাখ ছেড়ে সুবানসিরি!

লাদাখে পর পর কয়েকবার ভারতের কাছে চিন ধাক্কা খেয়ে এবার অন্য রাস্তায় দিল্লিকে চোখ রাঙানোর চেষ্টা করছে বেজিং। লাদাখকে সঙ্গে রেখেই এবার নজর অরুণাচল সীমান্তে ঘুরিয়ে দিয়েছে জিনপিং প্রশাসন। আর তার জেরেই অরুণাচলের সুবানসিরির মতো সীমান্ত এলাকায় প্রবল সংঘাত চলছে।

 অরুণাচল প্রদেশের সংঘাত

অরুণাচল প্রদেশের সংঘাত

জানা গিয়েছে, অরুণাচল সীমান্তের ছয়টি জায়গাকে চিন ক্রমাগত পাখির চোখ করে তুলছে। সীমান্তবর্তী আপার সুবানসিরি ছাড়াও এলাকা সংলগ্ন লংজু , বিসা, মাঝা এলাকায় চিন আগ্রাসনের চেষ্টায় বুঁদ। এমনকি অরুণাচলের বিসা এলাকা সংলগ্ন জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চিন রাস্তা নির্মাণের কাজও শুরু করেছে বলে খবর।

উদ্বেগের বিষয়

উদ্বেগের বিষয়

একাধিক রিপোর্ট বলছে, লাদাখের পাশাপাশি শীতকালীন সংঘাতে চিন অরুণাচল ঘিরেও আস্ফালন দেখাতে পারে। কারণ আপার সুবানসিরির আসাপিল্লা এলাকার কিছু চূড়া লাল ফৌজ দখলের চেষ্টা করছে। আর তার হাত ধরেই উঁচু এলাকা থেকে অরুণাচলে নজরদারি করতে পারবে বলে চিন চেষ্টা করে যাচ্ছে।

 ভারতের পাল্টা পদক্ষেপ

ভারতের পাল্টা পদক্ষেপ

চিনের যাবতীয় প্যাঁয়তারা বুঝে লাদাখ সীমান্তে ভারত ৪ টি গুরুত্বপূর্ণ এলাকায় কড়া সতর্কতার মধ্যে রয়েছে। একাধিক এলাকায় ভারত নজরদারি কড়া করতে শুরু করেছে। অরুণাচল সংলগ্ন ৬ টি এলাকায় নজরদারি ও ৪ টি এলাকায় সতর্কতা নিয়ে ভারতও ধীরে ধীরে তৈরি হচ্ছে সংঘাতের আবহে।

তৃণমূল-বিজেপির অভিষন্ধি বানচাল করতে 'ডিজিটাল’ বাম-কংগ্রেস! লড়াই কোমর বেঁধেতৃণমূল-বিজেপির অভিষন্ধি বানচাল করতে 'ডিজিটাল’ বাম-কংগ্রেস! লড়াই কোমর বেঁধে

English summary
After defeat in Ladakh stand off , China started conspiracy for Arunachal pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X