For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় হাহাকার ইতালিতে, শোক সংবাদে ছেয়ে গেল সংবাদপত্র

করোনায় হাহাকার ইতালিতে, শোক সংবাদে ছেয়ে গেল সংবাদপত্র

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাবু ইতালি। প্রাণঘাতী এই ভাইরাসের থাবায় একদিনে মৃতের সংখ্যা পৌঁছলো ৩৬৮তে। প্রশাসনের তরফে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ করোনাকে।

করোনা মহামারির কবলে গোটা ইতালি

করোনা মহামারির কবলে গোটা ইতালি

চিনের বাইরের মৃতের মধ্যে অর্ধেকেরও বেশি বর্তমানে ইতালিতে। গোটা দেশে এই মূহূর্তে করোনায় মৃতের সংখ্যা ১৮০৯-এ পৌঁছেছে। সূত্রের খবর, বর্তমানে গোটা ইতালিই লক ডাউন মোডে রয়েছে। বর্তমানে করোনা সংকটের ফলে মহামারি কবলে বিশ্বের সর্বাধিক বয়সের জনপদের দেশটি।

 ইতালির মোট জনসংখ্যার গড় বয়স ৪৬

ইতালির মোট জনসংখ্যার গড় বয়স ৪৬

সূত্রের খবর, বর্তামানে ইতালির মোট জনসংখ্যার গড় বয়স ৪৬। সেখানে এখন ৬০ শতাংশ মানুষ রয়েছে যাদের বয়স ৪০-র বেশি। ২৩ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের উপরে। যার ফলে সে দেশে সহজেই নিজের শাখা প্রশাখা বিস্তার করতে পেরেছে করোনা, কারণ বয়ষ্কদের মধ্যেই এই রোগের প্রবণতা সর্বাধিক।

বার্গামোর দৈনিক পত্রিকার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বার্গামোর দৈনিক পত্রিকার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গত কয়েকদিনে করোনার প্রভাবে এত বেশি পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে করোনায় যার ফলে শোক সংবাদে ছেয়ে গেছে একাধিক সংবাদপত্র। এদিন একটি সংবাদপত্রের ১০ পাতা জুড়ে শুধুই শোকসংবাদ দেখা গেছে। প্রিয়জনের আত্মার শান্তিকামনা জানিয়েছেন স্বজনহারারা। ইতিমধ্যেই বার্গামোর ওই দৈনিকের ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করোনা সংক্রমণ ঠেকাতে চাই প্রযুক্তি, সাহায্য চেয়ে জনগণের দরবারে প্রধানমন্ত্রী মোদী!করোনা সংক্রমণ ঠেকাতে চাই প্রযুক্তি, সাহায্য চেয়ে জনগণের দরবারে প্রধানমন্ত্রী মোদী!

English summary
Since the Corona outbreak in Italy, the newspaper includes only orbitual news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X