For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাদশাহকে সৃষ্টিকর্তার সাথে তুলনা করায় সৌদি লেখক বরখাস্ত

সৌদি আরবের বাদশাহ সালমানকে প্রশংসা করার মাত্রা এতটাই বেশি ছিল যে এই অপরাধে দেশটির একজন লেখককে বরখাস্ত করা হয়েছে। রামাদান আল-আনজি'র ওই কলাম প্রকাশিত হয়েছিল আল-জাজিরাহ পত্রিকায়। কী লিখেছিলেন ওই লেখক?

  • By Bbc Bengali

বাদশাহ সালমান
Reuters
বাদশাহ সালমান

সৌদি আরবের বাদশাহ সালমানকে প্রশংসা করার মাত্রা এতটাই বেশি ছিল যে এই অপরাধে দেশটির একজন লেখককে বরখাস্ত করা হয়েছে।

রামাদান আল-আনজি'র ওই কলাম প্রকাশিত হয়েছিল আল-জাজিরাহ পত্রিকায়।

কলামে যেসব শব্দ বা বৈশিষ্ট্য ব্যবহার করে বাদশাহকে প্রশংসা করেছেন লেখক, সাধারণত সেসব বৈশিষ্ট্য বা শব্দাবলী সৃষ্টিকর্তার প্রশংসায় ব্যবহার করা হয়।

যদিও সৌদি আরবে বাদশাহকে আবেগপ্রবনভাবে প্রশংসা করা যায় আর এটা অস্বাভাবিকও কিছু নয়, কিন্তু ঈশ্বরতুল্য বা দেবতাতুল্য প্রশংসা দেশটিতে একেবারেই সমর্থিত নয়।

বাদশাহ সালমান তাঁর এমন প্রশংসায় 'বিস্মিত' হয়ে নির্দেশ দেন মি: আনজিকে যেন বরখাস্ত করা হয়- সৌদি সংবাদমাধ্যমে এমনটাই বলা হচ্ছে।

শুক্রবার ওই কলামটি ছাপানো হয়। ইতোমধ্যেই পত্রিকাটি ওই লেখার জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছে।

মি: আনজি তাঁর লেখায় বাদশাহ সালমানকে 'হালিম' বা ধৈর্যশীল এবং 'শাদেদ আল-ইকাব' বলে বর্ণনা করেন। আর এ দুটি শব্দই সৃষ্টিকর্তার প্রশংসায় ব্যবহৃত হয়।

আল জাজিরাহ পত্রিকা ক্ষমাসূচক বিবৃতিতে লিখেছে "লেখক যেই প্রশংসাসূচক শব্দ তাঁর লেখায় ব্যবহার করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৃষ্টিকর্তা তাঁকে যা প্রদান করেছেন তার পরিবর্তে তার এমনটা করা একদমই ঠিক নয়। সৃষ্টিকর্তা তাকে রক্ষা করুন"।

সৌদি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই পত্রিকার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছে সরকার।

আরো পড়ুন:

English summary
after comparing badshah to god saudi writer suspended
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X