For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে বালাকোট-এয়ারস্ট্রাইকের পর নয়া ছক ইসলামাবাদের! গোয়েন্দা রিপোর্টে কোন ইঙ্গিত

২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালের ঠিক আগের রাতে পাকিস্তানের সেনার তরফে একটি টুইট বার্তায় পোস্ট করা হয় 'নিশ্চিন্তে ঘুমোন কারণ পাক সেনা জেগে আছে।'

  • |
Google Oneindia Bengali News

২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালের ঠিক আগের রাতে পাকিস্তানের সেনার তরফে একটি টুইট বার্তায় পোস্ট করা হয় 'নিশ্চিন্তে ঘুমোন কারণ পাক সেনা জেগে আছে।' আর ঠিক সেই রাতেই ১২ টা পার হতেই ভারতের ১২ টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে ঢুকে গুঁড়িয়ে দেয় বালাকোটের জঙ্গি শিবির। সেই ঘটনা নিয়ে পাকিস্তানের তরফে একাধিক রাখঢাক উঠে আসলেও, ভারতের তরফে এই হামলাকে কোনও মতেই সহজে হজম করতে পারছে না পাকিস্তান। ভারতীয় গোয়েন্দা রিপোর্টে ইসলামাবাদের অন্দরের অবস্থার খানিকটা ইঙ্গিত উঠে আসছে।

ভয়ে আছে পাকিস্তান!

ভয়ে আছে পাকিস্তান!

পাকিস্তানের বিদেশমন্ত্রী কয়েক মাস আগেই দাবি করেছিলেন যে ১৬ এপ্রিল নাগাদ পাকিস্তানের বুকে ফের হামলা হতে পারে। যদিও সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিল ভারত। এবার জানা যাচ্ছে, ফের একবার ভারতের তরফে হামলা হতে পারে , এই আশঙ্কায় সন্ত্রস্ত পাকিস্তান। আর তার জেরেই গোটা সীমান্ত ঘিরে রয়এছে সতর্কতা।

আরও এক হামলার আশঙ্কায় ইসলামাবাদের নয়া নীতি

আরও এক হামলার আশঙ্কায় ইসলামাবাদের নয়া নীতি

সীমান্তবর্তী সমস্ত এলকায় কড়া পাহাড়া বসিয়ে দিয়েছে পাকিস্তান। সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় ক্রমেই বাড়ানো হচ্ছে মোতায়েন হওয়া সেনার সংখ্যা। পাশাপাশি বাড়ছে নজরদারিও।

পাক গোয়েন্দাদের দাবি কী!

পাক গোয়েন্দাদের দাবি কী!


বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর থেকে, রীতিমতো চিন্তিত পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। এবার সেই আইএসআইয়ের প্রচেষ্টায় পাকিস্তানে বহুদিন আটকে থাকা আধুনিক যুদ্ধ সরঞ্জামের ব্যবস্থা করছে ইসলামাবাদ। সেই সমস্ত আধুনিক সমারাস্ত্র সীমান্ত এলাকায় মোতায়েন রাখতে চাইছে পাকিস্তান। মজুত করা হচ্ছে চিনা ভূমি থেকে ভূমি মিসাইল।

 জঙ্গি শিবিরগুলিকে পাক গোয়েন্দাদের নির্দেশ

জঙ্গি শিবিরগুলিকে পাক গোয়েন্দাদের নির্দেশ

বিভিন্ন জঙ্গি শিবিরগুলিকে সতর্ক থাকাবার বার্তা দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসাই। বলা হয়েছে অযথা সীমান্তবর্তী এলাকায় অস্ত্র যেন তারা প্রকাশ্যে না আনে। মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়ার পর থেকেই পরিস্থিতি আরও পাল্টাতে থাকে।

English summary
After Balakot airstrikes, Pakistan changing its strategy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X