For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উষ্ণায়নের জের : বরফশূন্য হতে চলেছে উত্তর মেরু!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

এই বছরের শেষে অথবা সামনের বছরের মধ্যেই বরফে ঢাকা সুবিশাল সুমেরু প্রদেশ বা উত্তর মেরু অনেকটাই বরফশূন্য হতে চলেছে। এমন চাঞ্চল্যকর দাবিই পেশ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

বিশ্ব উষ্ণায়ন : তলানিতে আসতে পারে অক্সিজেনের মাত্রা, লাগতে পারে মড়ক

'গ্লোবাল ওয়ার্মিং' যৌন সম্পর্কে শীতলতা বাড়িয়ে তুলছে

গবেষণায় দেখা গিয়েছে, আজ থেকে ৩০ বছর আগে সুমেরু প্রদেশের ১ কোটি ২৭ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বরফের চাদর ছিল। গত ১ জুনের রিপোর্টে দেখা যায় তা কমে ১ কোটি ১০ লক্ষে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় ১৭ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বরফ গলে গিয়েছে।

উষ্ণায়নের জের : বরফশূন্য হতে চলেছে উত্তর মেরু!

বিজ্ঞানীরা জানিয়েছেন, এইবছরের সেপ্টেম্বরের মধ্যে আরও ১০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বরফ গলে যাবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেরু প্রদেশের উপরে গবেষণা চালানো গবেষক দলের প্রধান পিটার ওয়াডহ্যামস এই দাবি করেছেন।

গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বাড়ছে কিডনির সমস্যা

এর আগে এক লক্ষ বছর আগে সুমেরু প্রদেশের বরফ সম্পূর্ণরূপে গলে গিয়েছিল। এর পিছনে যে পুরোপুরিভাবে দায়ী সারা বিশ্বে ক্রমান্বয়ে বেড়ে চলা উষ্ণায়ন তা বারবার উল্লেখ করেছেন গবেষকরা।

অদূর ভবিষ্যতে এই খাবারগুলি প্লেট থেকে হারিয়ে যেতে পারে!

মেরু প্রদেশের বরফ গলে গেলে সমুদ্রের জলের উষ্ণতা অনেকটা বেড়ে যাবে। এর ফলে আগামি কয়েকবছরে সামগ্রিকভাবে পৃথিবীর তাপমাত্রাও অনেকটা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

English summary
After 1,00,000 years, Arctic may turn ice free again : Study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X