For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানী ঢাকার রাস্তায় একাকী ধর্ষণের প্রতিবাদ এই মহিলার

ধর্ষণের প্রতিবাদ করতে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় একাই পথে নামলেন আফসানা কিশোয়ার লোচন। মনের ওপর চাপ থেকেই তিনি ধর্ষণবিরোধী বার্তা পোস্টারে লিখে দাঁড়িয়েছিলেন।

Google Oneindia Bengali News

ধর্ষণের প্রতিবাদ করতে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় একাই পথে নামলেন আফসানা কিশোয়ার লোচন। মনের ওপর চাপ থেকেই তিনি ধর্ষণবিরোধী বার্তা পোস্টারে লিখে দাঁড়িয়েছিলেন। আফসানা কিশোয়ার লোচন সোমবার উত্তরার রাজলক্ষ্মী ফুটওভার ব্রিজ ও আজমপুর ফুটওভার ব্রিজে দাঁড়িয়েছিলেন। তাতে লেখা, 'একজন পুরুষই পারে আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ বন্ধ করতে। ধর্ষণ বন্ধ করুন। বি এ রিয়েল ম্যান। স্টপ রেপ।'

রাজধানীর রাস্তায় একাকী ধর্ষণের প্রতিবাদ এই মহিলার

আফসানা কিশোয়ার লোচন বলেছেন, সবাই যার যার নিজ এলাকায় এভাবে প্রতিবাদ করলে হয়তো সচেতনতা বাড়বে ভেবে কাজটি করেছেন তিনি। তিনি রাজপথে নানা প্রতিবাদে সামিল হয়ে আসছেন দীর্ঘদিন। আফসানা জানিয়েছেন, ধর্ষণের ঘটনা থামছে না, মনের ওপর এখন এমন চাপ হয়েছে যে তিনি নিজেই নিজের মতো করে প্রতিবাদ করতে চেয়েছেন। ৫০ জনকে জোগাড় করে কিংবা শাহবাগে দাঁড়ানোর জন্য আর অপেক্ষা না করে নিজের এলাকাতেই দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন আফসানা।

প্রতিবাদের অনুভূতিও জানিয়েছেন আফসানা কিশোয়ার লোচন। কেউ ধ্যাৎ বলে পাশ কাটিয়ে চলে গেছে, কেউ নানা পরামর্শ দেওয়ার জন্য দাঁড়িয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক)-এর মানবাধিকার লঙ্ঘনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০১৮ সালের প্রথম তিন মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১৮৭ জন মহিলা। এরমধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৯ জনকে। আর আত্মহত্যা করেছেন দুজন। এছাড়াও ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ২১ জন মহিলার ওপর। তিন মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ২৭ জন। এর ফলে আত্মহত্যা করেছেন একজন, প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছেন ২ জন পুরুষ।

English summary
Afsana Kisoar Lochan of Bangladesh staged protest alone on Dhaka road against rape
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X