For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ও আফগানিস্তানে নাক গলানো বন্ধ করুন ইমরান খান, কাবুলে 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান!

Google Oneindia Bengali News

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান বিরোধী স্লোগান শোনা গেল বুধবার। কাবুলে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের বাইরে আফগানরা ভিড় জমিয়ে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে থাকে। তারা আফগান ও কাশ্মীরের বিষয়ে ইসলামাবাদের হস্তক্ষেপ বন্ধের দাবি তোলে। প্রসঙ্গত, পাকিস্তানের সংসদে কয়েকদিন আগেই কাশ্মীর দখলের ডাক দেন সেদেশের সাংসদরা। পাশাপাশি আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত নাক গলিয়ে যাচ্ছে ইমরান খানের পাকিস্তান। সেই নিয়ে ক্ষুব্ধ আফগানরা।

'পাকিস্তান মুর্দাবাদ'

'পাকিস্তান মুর্দাবাদ'

বিক্ষোভ প্রদর্শনকারী আফগানদের হাতে প্ল্যাকার্ডে দেখা যায় লেখা রয়েছে, 'পাকিস্তান মুর্দাবাদ', 'পাকিস্তান শত্রু', পাশাপাশি পাকিস্তানে গ্রেফতার হওয়া পশতুন তাহাফুজ মুভমেন্টের প্রধান ২৭ বছরের মঞ্জুর পস্তিনে মুক্তির দাবিও করা হয়।

'তালিবানদের সাহায্য করছে পাকিস্তান'

'তালিবানদের সাহায্য করছে পাকিস্তান'

আফগান সরকার বারবারই অভিযোগ করে এসেছে যে তাদের দেশে অস্থিতিশীলতা তৈরি করছে পাকিস্তান। পাশাপাশি পাক সরকার ও সেনা তালিবান ও অন্যান্য সন্ত্রাসবাদী দলগুলিকে সমর্থন করছে বলেও অভিযোগ করেছে তারা। এদিকে এই সব কারণেই ক্রমেই আফগানিস্তানে পাকিস্তান বিরোধী মনোভাব জোরালো হচ্ছে দিন দিন।

পাক সেনার বিরুদ্ধে মিছিল হয় পাকিস্তানেও

পাক সেনার বিরুদ্ধে মিছিল হয় পাকিস্তানেও

গত মাসেই পাকিস্তানের খাইবার পাখতুনওয়ার বান্নুতে পাক সেনার বিরুদ্ধে মিছিল বের করেছিলেন স্থানীয়রা। মূলত সেখানে চলতে থাকা পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে শোচ্চার হতেই এই মিছইল বের করা হয়। বিপুল সংখ্যায় লোক সমাগম হওয়া এই মিছিলের নাম দেওয়া হয় 'পশতুন ঐক্য' মিছিল। বিক্ষোভকারীরা পাক সেনার এই অত্যাচারের তদন্তে একটি নিরপেক্ষ কমিশন গঠনেরও দাবি তোলে। সেই মিছইলের ডাক দিয়েছিলেন তহফুজ মুভমেন্ট প্রধান মঞ্জুর। তারপরই তাঁকে গ্রেফতার করেছিল পাকিস্তান সরকার।

পাক সেনার অত্যাচার

পাক সেনার অত্যাচার

পাকিস্তানের ফেডারেল প্রশাসনিক উপজাতীয় অঞ্চল বহু বছর যাবত পাক সেনার অত্যাচার ও তথাকথিত অভিযানে জর্জরিত। সেখানে অভিযোগ, পাক সেনা স্থানীদের তাদের জায়গা থেকে বিতারিত করে, বহু মানুষকে বিনা কারণে তুলে নিয়ে যায়। এমনকই পাক সেনার বিরুদ্ধে জাতিগত ভাবে নির্মূল করার অভিযোগও তুলেছে স্থানীয়রা।

পাকিস্তান দূতাবাসের ভারত বিরোধী কর্মসূচি ব্যাহত

পাকিস্তান দূতাবাসের ভারত বিরোধী কর্মসূচি ব্যাহত

এদিকে আফগানদের এই বিক্ষোভের জেরে পাকিস্তান দূতাবাসের ভারত বিরোধী কর্মসূচি ব্যাহত হয়। প্রতি বছর ৫ ফেব্রুয়ারি কাশ্মীর দিবস হিসাবে পালন করে পাকিস্তান ভারত বিরোধী কর্মসূচি গ্রহণ করে। তবে বুধবার আচমকা আফগানদের এই বিক্ষোভের জেরে পাকিস্তানের সেই কর্মসূচি ভন্ডুল হয়ে যায়।

পাক সংসদে কাশ্মীর দখলের ডাক

পাক সংসদে কাশ্মীর দখলের ডাক

কয়েকদিন আগেই কাশ্মীরকে অশান্ত করে তুলতে ফের উঠে পড়ে লাগেন পাকিস্তানের সাসংদরা। এবার সরাসরি ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আর্জি জানান তাঁরা। এক নেতা আবার সেই দিনক্ষণ ঠিক করে দিলেন প্রধানমন্ত্রীকে। সেই তারিখেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্যে প্রধানমন্ত্রী ইমরানের কাছে আর্জি রাখেন তিনি।

English summary
Afghans hold anti-Pak protest in Kabul, demands to interfere in Kashmir affairs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X