For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তান রাষ্ট্রপতি নির্বাচন: প্রচার সেভাবে জমছে না, কারণ শান্তি প্রক্রিয়া, নিরাপত্তাহীনতা

আফগানিস্তানে শান্তি ফেরানোর প্রক্রিয়াতে সম্প্রতি উদ্যোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালিবান। কাতারের রাজধানী দোহাতে একের পর এক বৈঠক করছে তারা।

  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তানে শান্তি ফেরানোর প্রক্রিয়াতে সম্প্রতি উদ্যোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালিবান। কাতারের রাজধানী দোহাতে একের পর এক বৈঠক করছে তারা। কিন্তু সেই শান্তি বৈঠকের জন্যেই এদিকে আবার বিঘ্নিত হচ্ছে আফগানিস্তানের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিপর্ব।

২৮ সেপ্টেম্বরের নির্বাচনের প্রচার শুরু হয়েছে

২৮ সেপ্টেম্বরের নির্বাচনের প্রচার শুরু হয়েছে

নিরাপত্তাহীনতা, চলতি শান্তি প্রক্রিয়া এবং বিভিন্ন নির্বাচনী প্রার্থীর সরকারি ব্যবস্থার অপব্যবহারের ফলে আগামী ২৮ সেপ্টেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে বেশ অসুবিধা সৃষ্ট হয়েছে বলে দাবি করেছেন এক প্রার্থী নিজেই, জানিয়েছে আফগানিস্তানের টোলো নিউজ।

মঙ্গলবার, ৩০ জুলাই ছিল নির্বাচনের প্রচারের তৃতীয় দিন। এখনও পর্যন্ত মাত্র তিনজন প্রার্থী তাঁদের প্রচার শুরু করেছেন এবং তাঁরা হলেন বিদায়ী রাষ্ট্রপতি আশরাফ গনি, চিফ এক্সিকিউটিভ আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং ইনায়াতুল্লাহ হাফিজ।

আঠেরোজন প্রার্থী এবছরের রাষ্ট্রপতি নির্বাচনের জন্যে লড়ছেন।

আঠেরোজন প্রার্থী এবছরের রাষ্ট্রপতি নির্বাচনের জন্যে লড়ছেন।

প্রতিবেদনটি জানাচ্ছে যে ২০১৪ সালের নির্বাচনেও যেখানে দেখা গিয়েছিল প্রার্থীদের তরফে প্রচুর পোস্টার এবং ব্যানার, এবারে তার জেল্লা অনেকটাই কম রাজধানী কাবুলে। এবং অন্যতম প্রার্থী সাইদা মহম্মদ অবদালির মতে বেশ কিছু কারণ রয়েছে এই অনাগ্রহের পিছনে।

নির্বাচনী আবহই তৈরী হয়নি, বলছেন আবদালি

নির্বাচনী আবহই তৈরী হয়নি, বলছেন আবদালি

টোলো নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে আবদালি বলেন যে নির্বাচনী আবহই তৈরী করা যায়নি এবারে আর তার জন্যে তিনি দোষী মনে করছেন সরকারকেই।

আরেক প্রার্থী গুলবুদ্দিন হেকমতিয়ার দল হিজাব-ই-ইসলামির সদস্য হুমায়ুন জারির জানিয়েছেন অন্য কথা। তাঁর মতে, সকল নির্বাচনী পক্ষই অপেক্ষা করে রয়েছে শান্তি ফেরার জন্যে কারণ তাঁদের কাছে নির্বাচনের চেয়েও বড় শান্তি। তাছাড়া, আসন্ন নির্বাচন যে স্বচ্ছ হবে, সেরকম কোনও আশ্বাস সরকার বা নির্বাচনী কমিশন এখনও দেয়নি আর তাই সেই উদ্দীপনা এখনও চোখে পড়ছে না।

English summary
Afghanistan presidential election: Campaign not up to the mark, thanks to peace initiative
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X