For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার মাস বয়সী সদ্যোজাতকে মানববোমা বানাল তালিবান জঙ্গিরা, তারপর যা হল

তালিবান জঙ্গিরা যে ঘটনা ঘটাল তাতে প্রশ্নের মুখে মনুষ্যত্ব। আফগানিস্তানে চার মাসের শিশুর গায়ে বিস্ফোরক বেঁধে নিয়ে যাচ্ছিল তালিবানরা।

  • |
Google Oneindia Bengali News

সারা বিশ্বে জঙ্গি সংগঠনগুলি ত্রস্ত করে রেখেছে জনজীবন। সন্ত্রাসের হাতে থেকে দুনিয়াকে বের করার যত চেষ্টা হচ্ছে, ততই যেন আরও বেশি করে সন্ত্রাসবাদের নাগপাশে আটকে পড়ছি আমরা। তালিবান জঙ্গিরা যে ঘটনা ঘটাল তাতে প্রশ্নের মুখে মনুষ্যত্ব। আফগানিস্তানে চার মাসের শিশুর গায়ে বিস্ফোরক বেঁধে নিয়ে যাচ্ছিল তালিবানরা।

বিস্ফোরণের জন্য সদ্যোজাতের গায়ে বোমা বাঁধল তালিবান জঙ্গিরা

কুর্দুস প্রদেশে এই ঘটনা ঘটেছে। শিশুটির শরীরে জামার ভিতরে বিস্ফোরক রাখা হয়েছিল। সেনার চোখে তা ধরা পড়ে। কাবুল থেকে শিশুটিকে ৩৩০ কিলোমিটার দূরে কাবুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। এই ঘটনা জানাজানি হওয়ার পরই শোরগোল পড়ে গিয়েছে।

এই ঘটনায় পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সেনার মতে, এভাবে সদ্যোজাতকে মানববোমা হিসাবে ব্যবহার করার ঘটনা আগে তাদের চোখে পড়েনি, শোনেনওনি। এর আগে এই শিশুটির আট বছরের দিদিকে জঙ্গি হামলার জন্য ব্যবহার করার অভিযোগ উঠেছিল।

আফগানিস্তানে এর আগে ফরাসি দূতাবাসে নাবালককে দিয়ে হামলা করার পরিকল্পনা করা হয়েছিল। এরকম ঘটনা আরও অনেক ঘটেছে। তবে চার মাসের সদ্যোজাতকে নিয়ে হামলা করা পরিকল্পনা আগে কোনও জঙ্গিদল নেয়নি।

English summary
Afghan Taliban tied explosives to four month old infant to carry suicide attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X