For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তান: মরক্কোর পর কুয়ার ভেতর পড়ে গিয়ে এবার একটি আফগান শিশুর করুণ মৃত্যু

আফগানিস্তান: মরক্কোর পর কুয়ার ভেতর পড়ে গিয়ে এবার একটি আফগান শিশুর করুণ মৃত্যু

  • By Bbc Bengali

চার দিন আফগানিস্তানে একটি কুয়ার মধ্যে আটকে থাকার পর ছয় বছরের একটি শিশুর শেষ পর্যন্ত জীবন বাঁচানো গেল না।

চার দিন ২৪ ঘণ্টা ধরে টানা চেষ্টার পর উদ্ধারকারীরা ছয় বছরের শিশু হায়দারকে কুয়া থেকে আজ শুক্রবার বিকেলে তুলতে সক্ষম হয়।

কিন্তু দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশের স্থানীয় একজন সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন শিশুটি শেষের দিকে আর সাড়া দিচ্ছিল না এবং তাকে বের করে আনার পর দেখা যায় সে আর নিঃশ্বাস নিচ্ছে না।

উদ্ধারকারীরা জানান গতকাল বৃহস্পতিবারই কুয়ার ভেতর থেকে তার আর কোন সাড়াশব্দ তারা পাচ্ছিলেন না।

উদ্ধারকারী দল মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে শিশু হায়দারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তাকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানী কাবুলের হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতি নেয়া হয়েছিল।

"উদ্ধার তৎপরতা শেষে শিশুটিকে বের করে আনার পর প্রথম কয়েক মিনিট তার নিঃশ্বাস পড়ছিল। ঘটনাস্থলে চিকিৎসকদের দল তাকে অক্সিজেন দেয়,'' এএফপি বার্তা সংস্থাকে জানান জাবুল পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ জওহার। "চিকিৎসক দলটি যখন তাকে হেলিকপ্টারে তোলার জন্য নিয়ে যাচ্ছিল, তখনই শিশুটি মারা যায়।"

হায়দার মঙ্গলবার শোকাক নামে জাবুলের একটি প্রত্যন্ত গ্রামে রাস্তার পাশের কুয়াটির ভেতর পড়ে যায় বলে বিবিসি পাশতু বিভাগকে জানান জাবুলের তথ্য ও সংস্কৃতি বিভাগের একজন মুখপাত্র।

আরও পড়তে পারেন:

চারদিন ধরে কুয়ায় আটকে থাকা শিশু রায়ানের জীবনের করুণ সমাপ্তি

কুয়ায় পড়ে যাওয়া যে শিশুকে উদ্ধারের রুদ্ধশ্বাস অপেক্ষায় মরক্কো

কূপ থেকে উদ্ধার করা শিশু জিহাদকে মৃত ঘোষণা

মাটিতে সুড়ঙ্গ কেটে কুয়ায় পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের কাজ চলেছে
BBC
মাটিতে সুড়ঙ্গ কেটে কুয়ায় পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের কাজ চলেছে

শিশুটি যেভাবে পড়ে গেল

শিশু হায়দার রাস্তার ধারের কুয়ার ভেতরে পড়ে গিয়ে প্রথমেই একেবারে কুয়ার নিচে চলে যায়। কুয়াটি ছিল সরু। সে ২৫ মিটার নিচে (৮০ ফুট) কুয়ার একেবারে তলায় পড়ে যায়।

এরপর দড়ি নামিয়ে তাকে কুয়ার মুখ থেকে ১০ মিটার নিচ পর্যন্ত টেনে তোলা হয়। হায়দারকে এরপর সেখান থেকে আর টেনে তোলা যাচ্ছিল না, কারণ ওইখানে সে একটা খাঁজের মধ্যে আটকে গিয়েছিল।

উদ্ধারকারীরা তার কাছে খাবার ও পানি পৌঁছতে হিমশিম খাচ্ছিল। সে কারেই তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে।

ভিডিও ফুটেজে দেখা যায় শিশুটির শরীর কুয়ার ভেতরের দেয়ালে আটকে গেছে, কিন্তু সে শরীরের উপরের অংশ এবং হাত নাড়াতে পারছে।

''বাবা- তুমি ঠিক আছ?'' ভিডিও ফুটেজে তার বাবাকে বলতে শোনা যায়। "আমার সাথে কথা বলো আর কেঁদো না। আমরা তোমাকে বের করে আনার সবরকম চেষ্টা চালাচ্ছি।"

''ঠিক আছে। আমি কথা বলে যাচ্ছি," শিশুটি উত্তর দেয়।

এর কিছুক্ষণ পর তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা আনাস হাক্কানি টুইট করেন: "খুবই দু্ঃখজনক যে শিশু হায়দার আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছে।"

মরক্কোয় একটি শিশু কুয়ার ভেতরে আটকে থাকার চার দিন পর তাকে মৃত বের করে আনার ঘটনার দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে একইধরনের মর্মান্তিক এই ঘটনাটি ঘটল।


বিবিসি বাংলার আরও খবর:

কবি নজরুল, সম্রাট বাবর না অন্য উৎস থেকে ভাষায় এলো 'বাবরি চুল’?

সন্তান জন্মদানের সময় এপিসিওটমি কেন করা হয়, কী ঘটে?

নেটোর সদস্যপদ প্রশ্নে আপোষের সম্ভাবনা নাকচ করেছে ইউক্রেন, ক্ষুব্ধ রাশিয়া

বাংলাদেশি শিক্ষার্থীরা যেসব কারণে চীনের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে

বাংলাদেশের নতুন অ্যালকোহল বিধিমালায় যা আছে

English summary
Afgan child died in well
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X