For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা কাড়লেন গৌতম আদানি

মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা কাড়লেন গৌতম আদানি

Google Oneindia Bengali News

মূল্যবৃদ্ধি থেকে মূল্যস্ফীতিতে দেশের নাভিশ্বাস উঠছে। আর এরই মাঝে নতুন মাইলফলক ছুঁলেন আদানি সংস্থার চেয়ারম্যান তথা শিল্পতি গৌতম আদানি। মুকেশ আম্বানিকে হারিয়ে এশিয়ার ধনী ব্যক্তির শিরোপা জিতে নিলেন গৌতম আদানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ান মার্কিন ডলার।

আদানি রয়েছেন দশ নম্বরে

আদানি রয়েছেন দশ নম্বরে

আদানির বিশ্ব ধনীতম সূচকে স্থান রয়েছে দশ নম্বরে। অন্যদিকে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আম্বানি একদশ স্থানে চলে এসেছেন। বিশ্বের তাবড় ধনকুবেরদের পরিসংখ্যান প্রকাশ করে এমনটাই জানাল ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স

 মুকেশ আম্বানিকে পিছনে ফেলে দিয়েছে আদানি

মুকেশ আম্বানিকে পিছনে ফেলে দিয়েছে আদানি

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, আদানি সেন্টিবিলিয়নেয়ার্স, যিনি একশো বিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি সম্পত্তির পরিমাণ অতিক্রম করেছে। চলতি বছরে আদানির সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় ২ হাজার ৪০০ কোটি ডলার বেড়েছে। পিছনে ফেলে দিয়েছেন রিল্যায়েন্স কর্ণধার মুকেশ আম্বানীকেও। তাঁর সম্পত্তি ৯ হাজার ৯০০ কোটি ডলারে রয়েছে ওই সময়ের মধ্যে।

৫৯ বছরে গৌতম আদানির সাম্রাজ্য

৫৯ বছরে গৌতম আদানির সাম্রাজ্য

আদানি সংস্থার ৫৯ বছরের প্রতিষ্ঠাতা মূলত বন্দর, খনি এবং সৌরশক্তির উপর নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন। যদিও বর্তমানে এশিয়ার ধনকুবেরদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, যিনি বিশ্বের বৃহৎত্তম তেল পরিশোধক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা।

বিশ্বের ধনীতমদের শীর্ষে ইলন মাস্ক

বিশ্বের ধনীতমদের শীর্ষে ইলন মাস্ক

অন্যদিকে ২৭৩ বিলিয়ন মার্কিন ডলার (‌২৭ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার)‌ সম্পত্তি নিয়ে বিশ্বের ধনীদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এরপরই রয়েছে অ্যামাজনের জেফ বেজস, যিনি দ্বিতীয় স্থানে রয়েছেন, যার মোট সম্পত্তির পরিমাণ ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার। এরপর বার্নার্ড আর্নোঁ, বিল গেটস, ওয়ারেন বাফে, ল্যারি পেজ, সেরগেই ব্রিন, স্টিভ বলমার, ল্যারি এলিসন এবং গৌতম আদানি। ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ রয়েছেন দ্বাদশ স্থানে।

Breaking News: বাতিল হয়ে গেল অনাস্থা! এই যাত্রায় বেঁচে গেলেন ইমরান Breaking News: বাতিল হয়ে গেল অনাস্থা! এই যাত্রায় বেঁচে গেলেন ইমরান

English summary
adani group founder goutam adani richest man of the asia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X