For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড থেকে মক্কা, ৬,৫০০ কিমি পায়ে হেঁটে দশটি দেশ পেরিয়ে হজ করতে এলেন এই ব্যক্তি

ইংল্যান্ড থেকে মক্কা, ৬,৫০০ কিমি পায়ে হেঁটে দশটি দেশ পেরিয়ে হজ করতে এলেন এই ব্যক্তি

Google Oneindia Bengali News

হজ করতে এসে পায়ে হেঁটে ইংল্যান্ড থেকে মক্কা এসে পৌঁছালেন এক ব্রিটিশ ব্যক্তি। জানা গিয়েছে, তিনি ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন থেকে হাঁটতে শুরু করেন এবং ৬,৫০০ কিমি হেঁটে তিনি মক্কায় পৌঁছান। ব্রিটেনের বাসিন্দা হলেও ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইরাকি-কুর্দি বংশোদ্ভুত।
৫২ বছরের অ্যাডম মহম্মদ নেদারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন ও জর্ডনের ভেতর দিয়ে হেঁটে তিনি সৌদি আরবে পৌঁছান।

ইংল্যান্ড থেকে মক্কা, ৬,৫০০ কিমি পায়ে হেঁটে দশটি দেশ পেরিয়ে হজ করতে এলেন এই ব্যক্তি

৬,৫০০ কিমির এই সফর তিনি ১০ মাস ২৫ দিনে সম্পূর্ণ করেন। জানা গিয়েছে, গত বছরের ১ অগাস্ট তিনি ব্রিটেন থেকে রওনা দেন এবং গত মাসে সৌদি আরবে পৌঁছেছেন অ্যাডাম। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাডাম প্রত্যেকদিন ১৭.‌৮ কিমি রাস্তা অতিক্রম করতেন। তবে, রাস্তায় যাতে কোনও অসুবিধায় না পড়তে হয়, তার জন্য একটি ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন অ্যাডাম। এই ঠেলাগাড়িটি বাড়িতেই তৈরি করেছিলেন তিনি। এর মধ্যে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও একটি স্পিকার লাগানো ছিল। স্পিকারে চলছিল ধর্মীয় পাঠ। অ্যাডামের মতে, এর মাধ্যমে শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন তিনি।

শুধু তাই নয়, তিনি নিজে একটি গোফান্ডমি একটি ফান্ডও তৈরি করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, '‌আমি শুধু খ্যাতি বা অর্থের জন্য এ সব করছি না, বরং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাইছি যে মানুষ হিসাবে আমরা সবাই জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমান। ইসলাম ধর্ম এই শান্তি ও ঐক্যের বার্তাই দেয়।'‌ অ্যাডামে এই যাত্রার প্রধান কারণ হল নিজের আত্মার অন্বেষণ করা। যাত্রাপথে মানুষ তাঁকে যে ভালবাসা দিয়েছে তাতে তিনি অভিভূত। অ্যাডাম টিকটকে তাঁর তাঁর হজযাত্রা সম্প্রচার করে ৫ লক্ষ ফলোয়ার্স তৈরি করে নিয়েছেন।

মিনায় পৌঁছানোর তাঁকে সেখানকার ভারপ্রাপ্ত মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ তাঁকে স্বাগত জানান এবং হজ অনুমতির প্রক্রিয়ার ব্যাপারে সাহায্যও করেন। তবে কাবা শরীফ দর্শন করে অ্যাডাম মহম্মদের দু'চোখ বেয়ে আনন্দাশ্রু বইতে থাকে। তিনি বলেন, '‌এখানে প্রথমে পৌঁছে আমি কেঁদে ফেলি। এ এক অভাবনীয় অনুভূতি। যা আমাকে নির্বাক করে দিয়েছিল। দারুণ প্রশান্তি অনুভব করছিলাম।'‌ এদিকে অ্যাডামের সঙ্গে দেখা করতে আগেভাগে ফ্লাইটে মদিনায় পৌঁছেছে তাঁর গোটা পরিবার।

ভুয়ো অ্যাকাউন্টের তথ্য দিতে পারছে না, টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে এলেন ইলন মাস্ক

প্রসঙ্গত, দু'‌বছর পর সৌদি আরব সরকার এই বছর হজ করতে দেওয়ার অনুমতি দিয়েছেন ১০ লক্ষ মুসলিমকে। ২০২০ ও ২০২১ সালে হজে শুধুমাত্র সৌদি আরবের বাসিন্দাদের প্রবেশ করার অনুমতি ছিল। হজযাত্রা শুরু হবে এ বছরের ৭ জুলাই থেকে।

English summary
Adam Mohamed walks 6,500km to reach Mecca to perform Hajj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X