For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ম অবমাননা, অভিনেত্রী বাণী মালিকের ২৬ বছর কারাদণ্ড

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বীণা
ইসলামাবাদ, ২৬ নভেম্বর: ধর্মকে অবমাননার সাজা ২৬ বছরের জেল! অভিনেত্রী বাণী মালিক-সহ আরও তিনজনের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করল আদালত।

জিও টিভিতে গত মে মাসে একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয়। বীণা মালিক ও তাঁর স্বামী বশির খান তাতে অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শায়েস্তা ওয়াহিদ। অভিযোগ, দু'জনে বিয়ের অভিনয় করছিলেন। সঙ্গে কোরান থেকে কিছু শব্দ ব্যবহার করা হয়। ধর্মীয় গান গাওয়া হয়। এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন মৌলবাদী সংগঠন। পাকিস্তানের বিভিন্ন শহরে এঁদের নামে মামলা হয়। জিও টিভির মালিক শাকিলুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ রুজু করা হয়। পরে টিভি কর্তৃপক্ষ ক্ষমা চাইলেও মামলাগুলি প্রত্যাহার করা হয়নি।

এমনই একটি মামলায় ইসলামাবাদের আদালত দোষী সাব্যস্ত করেছে শাকিলুর রহমান, বাণী মালিক, বশির খান এবং শায়েস্তা ওয়াহিদকে। তাঁদের ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে ১৩ লক্ষ টাকা জরিমানা। জরিমানা দিতে না পারলে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

যদিও চারজনের কেউই পাকিস্তানে নেই। শাকিলুর রহমান দুবাইতে থাকেন। বাকি তিনজনও এখন বাইরে। এঁরা দেশে আসবেন নাকি বিদেশ থেকে বসেই আইনি লড়াই পরিচালনা করবেন, তা স্পষ্ট নয়। রায়ে বিচারক শাহবাজ খান বলেছেন, ইসলাম পাকিস্তানের রাষ্ট্রধর্ম। কেউ যদি ইসলাম বা আল্লাকে নিয়ে ঠাট্টা করে, তা হলে এমন কঠোর সাজা পাওয়ায় উচিত। নইলে সমাজে ভুল বার্তা যাবে।

তবে এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করা যাবে বলেও জানান বিচারক।

English summary
Actress Veena Malik sentenced to 26 years in prison for blasphemy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X