For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান 'সন্ত্রাসবাদী রাষ্ট্র': বিল পেশ মার্কিন কংগ্রেসে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ২১ সেপ্টেম্বর : উরির সেনা ক্যাম্পে জঙ্গি হামলার মতো নৃশংস হামলার পরে ১৮ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে সারা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে। পাকিস্তানের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই ভারতে বহুবার হামলা হয়েছে তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট। সারা বিশ্ব যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে চাইছে পাকিস্তান তখনও সন্ত্রাসবাদীদের সুরক্ষা দিয়ে যাচ্ছে এমন অভিযোগ বার বার উঠেছে।[উরি হামলার পরে মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদ 'সেরা জঙ্গি দল' ক্লাবে উত্তীর্ণ হল!]

তাই পাকিস্তানের মুখোশ খুলে দিতে এবার বড় পদক্ষেপ নিল মার্কিন কংগ্রেস। পাকিস্তান একটি 'সন্ত্রাসবাদী রাষ্ট্র' এই মর্মে মার্কিন কংগ্রেসে একটি বিলও পেশ করা হয়েছে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি টেড পো জানান, "পাকিস্তান প্রথম থেকেই সন্ত্রাসবাদকে মদত দিয়ে এসেছে। তাই এখন সময় এসে গিয়েছে এই বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার। তাই পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার জরুরী।" রিপাবলিক পার্টির পক্ষে টেড পো এবং ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দানা রোরাবাখার এই বিলটি পেশ করার জন্য উদ্যোগ নেন। [যখন যেখানে চাই জবাব দিতে পারি, উরি হামলায় পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার]

পাকিস্তান 'সন্ত্রাসবাদী রাষ্ট্র': বিল পেশ মার্কিন কংগ্রেসে

পাকিস্তান স্টেট স্পনসর অফ টেররিজম ডেজিগনেশন অ্যাক্ট(এইচ আর ৬০৯৬) এর আওতায় মার্কিন কংগ্রেসে এই বিলটি পেশ করা হয়। এর পরেই টেড পো পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর মতে, অতীতে ওসামা বিন লাদেন থেকে শুরু করে এখন হাফিজ সইদের মতো জঙ্গিদের আশ্রয়দাতা হিসাবে পাকিস্তান বরাবর কাজ করেছে। মার্কিন কংগ্রেসের এই প্রতিনিধির মতে, এতেই স্পষ্ট হয়ে গিয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদের সমর্থক। [জঙ্গি হামলার দু'দিনের মাথায় উরিতে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের]

উরিতে হামলার প্রেক্ষিতে মার্কিন কংগ্রেসের অপর এক প্রতিনিধি পিট অলসন জানান, "উরি তে জঙ্গি হামলার মদতদাতাদের প্রকৃত শিক্ষা দেওয়া উচিত"। এর পাশাপাশি উরিতে সন্ত্রাসবাদী হামলার বিচারের দাবি করেছেন এই মার্কিন কংগ্রেসের প্রতিনিধি।

মার্কিন কংগ্রেসে বিলটি পাশ হওয়া জন্য বেশ কিছু নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। বিল পেশের ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি রিপোর্ট পেশ করে জানাতে হবে কেন পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হচ্ছে। সেখানে সবুজ সংকেত মেলার পরে মার্কিন কংগ্রেসের সেক্রেটারি অরও একটি রিপোর্ট পেশ করে জানাতে হবে কোন কারনগুলির জন্য পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষনা করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবেই বিলটির সফল রূপায়ন সম্ভব হবে। [ফের উরি সীমান্তে হামলার চেষ্টা, সেনা এনকাউন্টারে খতম আরও ১০ জঙ্গি]

English summary
Act To Designate Pakistan A 'State Sponsor Of Terrorism' Introduced In US
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X