For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্ক জুকেরবার্গের চেয়েও ধনী আম্বানি-আদানিরা, কত নম্বরে নামলেন ফেসবুক কর্ণধার

ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গের চেয়েও ধনী আম্বানি-আদানিরা, একনজরে ফোর্বসের তালিকা

Google Oneindia Bengali News

ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গকেও টপকে গেলেন মুকেশ আম্বানি-গৌতম আদানিরা। বৃহস্পতিবার মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের স্টক রেকর্ড ধাক্কা খাওয়ায় মার্ক জুকারবার্গ ২৯ বিলিয়ন ডলারের নেট মূল্য হারিয়েছেন। তাতেই ধাক্কা নেমে এল। যার ফলে ভারতের আম্বানি-আদানিরাও টপকে গেলেন জুকেরবার্গকে।

জুকেরবার্গের সম্পদে কত পতন

জুকেরবার্গের সম্পদে কত পতন

অ্যামাজনের ব্লকবাস্টার উপার্জনের ফলে বিলিয়নেয়ার জেফ বেজোস তাঁর ব্যক্তিগত মূল্যায়নে ২০ বিলিয়ন ডলার যোগ করতে সম্ভবপর হয়েছেন। মেটা-র স্টক ২৬ শতাংশ কমেছে। মার্কিন কোম্পানির জন্য সবথেকে বড় পতন বলা হচ্ছে এই বিষয়টিকে। মার্কিন কোম্পানির এক দিনের বাজার মূল্য ২০০ বিলিয়ন ডলার পতন হয়েছে। ফোর্বস অনুসারে, এর ফলে ফেসবুক তথা মেটার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জুকেরবার্গের মোট সম্পদ ৮৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের উত্থান

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের উত্থান

জুকেরবার্গের প্রায় ১২.৮ শতাংশ টেক বেহেমথের মালিক, যা আগে ফেসবুক নামে পরিচিত ছিল। রিফিনিটিভ তথ্য অনুসারে, ই-কমার্স খুচরা বিক্রেতা অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেজোস ওই কোম্পানির প্রায় ৯.৯ শতাংশের মালিক। ফোর্বসের মতে তিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তিও।

অ্যামাজনের ত্রৈমাসিক মুনাফা বেড়েছে

অ্যামাজনের ত্রৈমাসিক মুনাফা বেড়েছে

বৈদ্যুতিক যানবাহন কোম্পানি রিভিয়ানে বিনিয়োগের জন্য অ্যামাজনের ছুটি-ত্রৈমাসিক মুনাফা বেড়েছে।এবং কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাইম সাবস্ক্রিপশনের বার্ষিক মূল্য বৃদ্ধি হবে। বর্ধিত ট্রেডিংয়ে তার শেয়ারগুলির দর ১৫ শতাংশ বাড়িয়ে দেবে এবং শুক্রবার অক্টোবর ২০০৯-এর পর সবচেয়ে বড় শতাংশ লাভ হবে।

জুকেরবার্গের সম্পদ পতনে বেজোসের লাভ

জুকেরবার্গের সম্পদ পতনে বেজোসের লাভ

বেজোসের মোট সম্পদ এক বছর আগের থেকে ২০২১ সালে ৫৭ শতাংশ বেড়ে ১৭৭ বিলিয়ন ডলার হয়েছে। ফোর্বস অনুসারে, মহামারী চলাকালীন অ্যামাজনের উপর অত্যন্ত নির্ভরশীল ছিল মানুষ। এর ফলে অ্যামাজনের উত্থান বিগত দু-বছরে ধাপে ধাপে বেড়ে শিখরে পৌঁছে গিয়েছে। একইসঙ্গে জুকেরবার্গের সম্পদ পতনও বেজোসের লাভকে শিখরে তুলে দিয়েছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের সম্পদ পতন

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের সম্পদ পতন

জুকেরবার্গের একদিনের সম্পদের পতন এখন পর্যন্ত সবচেয়ে বড়। টেসলা ইনকর্পোরেটেডের শীর্ষ বস ইলন মাস্কের ৩৫ বিলিয়ন ডলার পতন এবার নজর কেড়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক তখন ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানিতে তার ১০ শতাংশ শেয়ার বিক্রি করেন। টেসলার শেয়ার বিক্রির পর এখনও তা পুনরুদ্ধার করতে পারেনি।

জুকেরবার্গ কত নম্বর স্থানে নামলেন

জুকেরবার্গ কত নম্বর স্থানে নামলেন

প্রায় ২৯ বিলিয়ন ডলার খুইয়ে ফেসবুক কর্ণধার জুকেরবার্গ ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন। ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি এবং গৌতম আদানির নীচে রয়েছেন তিনি। তবে জুকেরবার্গ তাঁর মেটা শেয়ার খুব তাড়াতাড়ি পুনরুদ্ধার করতে পারেন। তিনি ২০২১-এর প্রযুক্তিগত রাউটের আগে ৪.৪৭ বিলিয়ন মূল্যের মেটা শেয়ার বিক্রি করেছিলেন।

English summary
According to Forbes Mukesh Ambani, Gautam Adani now richer than Mark Zuckerberg
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X