For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বন্দুক বাজের হামলা টেক্সাসের চার্চে, মৃত ২৬

ফের বন্দুক বাজের হামলা আমেরিকার টেক্সাসে। চার্চে হওয়া এই হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬। ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের বন্দুক বাজের হামলা আমেরিকার টেক্সাসে। চার্চে হওয়া এই হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬। ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

এবার বন্দুক বাজের হামলা টেক্সাসের চার্চে, মৃত ২৬

প্রশাসনের তরফে হামলার বিবরণ দিতে গিয়ে হামলাকারীর পরিচয়ও জানানো হয়েছে। হামলাকারী ডেভিড কেলি বলে জানানো হয়েছে। সান অ্যান্টনিওর বাসিন্দা কেলির সঙ্গে এখনও কোনও জঙ্গি যোগের প্রমাণ পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা। তাদের অনুমান রবিবারের হামলার আগেই পরিকল্পনা ছিল ডেভিড কেলির। কেননা এআর-১৫ সেমি অটোমেটিক রাইফেল পাওয়া গিয়েছে তার কাছ থেকে।

স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার নাগাদ ওই বন্দুকবাজ চার্চে ঢুকে গুলি ছুড়তে শুরু করে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ৫ থেকে ৭২ বছর বয়সীরা রয়েছেন।

সূত্রের খবর স্থানীয়রাই পরে বন্দুকবাজকে তাড়া করেন এবং বন্দুকবাজকে পরে গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আহতদের হেলিকপ্টারে ব্রুক আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান থেকেই তিনি পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন। ঘটনার তদন্তে এফবিআই।

প্রত্যক্ষদর্শীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং ঘটনাস্থলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

English summary
The gunman in Texus killed 26 people and wounded about 20 others in deadliest mass shooting in the state's history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X