For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ১০

ফের একবার আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলা। এখনও পর্যন্ত ১০জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সময়ে শুক্রবার সকালে টেক্সাসের সান্টা ফে হাইস্কুলে হামলা হয়। এনিয়ে আমেরিকায় এটি ২২ তম স্কুলে হামলা

Google Oneindia Bengali News

ফের একবার আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলা। এখনও পর্যন্ত ১০জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সময়ে শুক্রবার সকালে টেক্সাসের সান্টা ফে হাইস্কুলে হামলা হয়। এনিয়ে আমেরিকায় এটি ২২ তম স্কুলে হামলার ঘটনা। পড়ুয়ারা ফায়ার অ্যালার্ম শুনতে পেয়েছিল। তবে সেটিকে তারা অনুশীলন বলেই মনে করেছিল বলে জানা গিয়েছে। তবে গুলির শব্দ পাওয়ার পরেই সেটি পরিষ্কার হয়।

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ১০

পুলিশের সন্দেহ সতেরো বছরের ডিমিট্রিয়স প্যাগর্টজিস এই হামলার পিছনে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা ১৯৯৯ সালের স্কুলে হামলার কথাও স্মরণ করেছেন। কলোম্বিয়ান কলোরাডোতে স্কুলে ঢুকে ০.৩৮ রিভলবার দিয়ে সেই হামলা চালানো হয়েছিল।

ঘটনায় এক পলিশ অফিসার-সহ ১০জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অফিসার হামলাকারীকে ধরতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তকে মৃত্যু সাজা দেওয়া হতে পারে।

অভিযুক্তকে গ্রেফতারের পর স্কুল চত্ত্বরে ভিড় জমাতে থাকেন অভিভাবকরা। স্কুলের পক্ষ থেকে ঘটনাটি দুঃখজনক বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল ক্যাম্পাসে আর্ট ক্লাসে স্থানীয় সময় ৭.৩০ থেকে ৭.৪৫-এর মধ্যে এই হামলা চলে।

খুনে নাবালক আমেরিকার ফুটবল দলের খেলোয়ার। হাউস্টন থেকে ৪০ মাইল দূরের একটি স্কুলে একটি ধর্মীয় গোষ্ঠীতে নাচেও অমশ নিয়েছিল বলে জানা গিয়েছে।

English summary
About 10 died as Gunman enters Texus school and fires at Students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X