For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিজিৎ ঘরনীরও নোবেল প্রাপ্তি, ষষ্ঠ দম্পতি হিসাবে নোবেল পেলেন তাঁরা, দেখুন আগে কারা পেয়েছেন

অর্থনীতিতে নোবেল পেয়ে শুধু যে নিজে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তা নয় অভিজের ঘরে এসেছে আরও একটি নোবেল পুরস্কার। সেটা তাঁর ঘরনি এস্থার ডুপ্লোর। সহকারী গবেষক হিসেবেই ডুফলোর সঙ্গে পরিচয়।

Google Oneindia Bengali News

অর্থনীতিতে নোবেল পেয়ে শুধু যে নিজে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তা নয় অভিজের ঘরে এসেছে আরও একটি নোবেল পুরস্কার। সেটা তাঁর ঘরনি এস্থার ডুপ্লোর। সহকারী গবেষক হিসেবেই ডুফলোর সঙ্গে পরিচয়। তারপরে ঘনিষ্ঠতা। সেখান থেকে বিয়ে। তাঁদের এক সন্তানও রয়েছে। বন্দ্যোপাধ্যায় দম্পতির এই সম্মান দম্পতিদের নোবেল প্রাপ্তির তালিকা আরও একটু দীর্ঘ করেছে। তাঁরাই প্রথম নন এর আগে নোবেল পেয়েছেন একাধিক দম্পতি।

অভিজিৎ ঘরনীরও নোবেল প্রাপ্তি, ষষ্ঠ দম্পতি হিসাবে নোবেল পেলেন তাঁরা, দেখুন আগে কারা পেয়েছেন

নোবেল ব্রিট-এডওয়ার্ডের

এর আগে ২০১৫ সালে নোবেল পেয়েছিলেন আরও এক দম্পতি। মে ব্রিট ও এডওয়ার্ড মোসার। চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী আবিস্কারের জন্য নোবেল কমিটি তাঁদের বেছে নিয়েছিলেন। তাঁরা একসঙ্গে গবেষণা চালিয়ে ইনার জিপিএসের মতো যুগান্তকারী আবিস্কারটি করেছিলেন।

নোবেল আলভা-গুন্নারের

তার আগেও নোবেল পুরস্কার পেয়েছিলেন এক দম্পতি। আলভা ও গুন্নারের নোবেল প্রাপ্তি অবশ্য একসঙ্গে ছিল না। তাঁরা নোবেল পেয়েছিলেন দুটি পৃথক সালে এবং দুটি পৃথক বিষয়ে ১৯৭৪ সালে প্রথমে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন গুন্নার। তারপরে ১৯৮৫ সালে নোবেল শান্তি পুরস্কার পান আলভা।

নোবেল ইরনে-ফেডরিক

১৯৩৫ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন ইরনে এবং ফেডরিক বিজ্ঞানী দম্পতি। আর্টিফিশিয়ার রেডিও অ্যাকটিভিটি আবিস্কারের জন্য রসায়নে নোবেল পেয়েছিলেন তাঁরা। দু'জনেই একসঙ্গে গবেষণা করতেন একাধিক বিষয়ে।

নোবেল মেরি-পিয়াররে ক্যুরি

১৮৯৮ সালে নোবেল পেয়েছিলেন ইরনের মা-বাবা। পোনিয়াম এবং রেিডয়ামে যুগান্তকারী আবিস্কারের জন্য এই দম্পতিকে বেছে নিয়েছিল নোবেল কমিটি। সেটাও ছিল রসায়নে নোবেল প্রাপ্তি।

নোবেল গার্টি-কার্ল কোরি

প্রায় ৩০ বছর ধরে গবেষণা চালিয়েছিলেন গার্টি ও কার্ল কোরি। তখন তাঁরা ডাক্তারি পড়তেন। ভিয়েনার বাফলোতে পড়াশোনা শেষ করে বিয়ে করেন তাঁরা। হরমোন আর এনজিইমই ছিল তাঁদের গবেষণা মূল বিষয়। গ্লাইকোজেন এবং গ্লুকোজের মোবলিজম আবিষ্কারের জন্য চিকি‌ৎসা বিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছিল এই দম্পতিকে।

বাঙালি ঘরের বধূ এস্থারও জিতে নিলেন 'নোবেল ২০১৯' ! অভিজিৎ-পত্নীর কাহিনি একনজরেবাঙালি ঘরের বধূ এস্থারও জিতে নিলেন 'নোবেল ২০১৯' ! অভিজিৎ-পত্নীর কাহিনি একনজরে

দারিদ্র মোচনে কলকাতার ছেলে অভিজিতের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিল নোবেল কমিটিদারিদ্র মোচনে কলকাতার ছেলে অভিজিতের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিল নোবেল কমিটি

English summary
Abhijit and Esther becomes 6th couple to win Nobel Prize, know the other five
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X