For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার, জিএসটি ভারতে ডিজিটাল কর ব্যবস্থা গড়ার একটা শক্ত ভিত দেবে, আর কী বললেন ইনফোসিস প্রেসিডেন্ট

পঞ্চম বার্ষিক ইউকে-ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভেইনফোসিসের সভাপতি মোহিত জোশি বলেন, আধার, জিএসটি ভারতে ডিজিটাল কর ব্য়বস্থা গড়ার একটা শক্ত ভিত দেবে।'

Google Oneindia Bengali News

ভারতীয় অর্থনীতির আরও ঝুঁকি নেওয়ার পক্ষে সওয়াল করলেন ইনফোসিস-এর প্রেসিডেন্ট মোহিত জোশি। পঞ্চম বার্ষিক ইউকে-ইন্ডিয়া লিডারশীপ কনক্লেভে অংশ নিয়ে বুধবার বাকিংহামশায়ারে তিনি ভারতের কর-ব্যবস্থাকে ডিজিটাল করার জন্যও আহ্বান জানান।

 কী বললেন ইনফোসিস প্রেসিডেন্ট

ভারত ও ব্রিটেনের সম্পর্ককে মজবুত করার জন্য বুধবার থেকে বাকিংহামশায়ারের ডে ভেরে লাতিমের এস্টেট-এ, এই কনক্লেভ শুরু হয়েছে, চলবে আগামী ২২ তারিখ পর্যন্ত। সেখানেই এদিন মোহিত বলেন, 'ভারতে রিস্ক ক্যাপিটালের প্রয়োজন। ভারতকে আরও বেশি ঝুঁকি নিতে হবে। এআই, অটোমেশন ইত্যাদিতেই ভবিষ্যতের সুযোগ রয়েছে। ব্রিটিশ ইউনিভার্সিটিগুলিতে এই বিষয়গুলি নিয়ে অনেক অত্যাধুনিক কাজ চলছে।' এর সঙ্গেই তিনি বলেন, 'আধার, ইউআইপি, জিএসটির ভারতে ডিজিটাল কর ব্য়বস্থা গড়ার একটা শক্ত ভিত দেবে।'

এদিনের সভায় স্বাগত ভাষণ দেন ইন্ডিয়া ইনকর্পোরেশন-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ মনোজ লাডওয়া। তিনি ভারত ও ব্রিটেনের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তিনি জানান. এই কলক্লেভের লক্ষ্য উভয় দেশের মধ্যের সম্পর্ককে রূপান্তরমূলক (ট্রান্সফরমেশনাল) করে তোলা। লাডওয়া বলেন, 'বিশ্বের সেরা প্রতিভাদের ধরার দৌড়ে আছে দুই দেশই। কাজেই এখন আর লেনদেনের সম্পর্কে থাকলে চলবে না। এই সম্মেলনে দেখতে হবে কিভাবে আমরা একে রূপান্তরমূলক করে তুলতে পারি।

সম্মেলনের মূল ফোকাস থাকছে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানো এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্রমবর্ধমান চাহিদা-র উপর। এছাড়া বিভিন্ন বিষয়ের উপর প্রগতিশীল আলোচনা ও সভা হওয়ার কথা। এই আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। জাল বোনার সুযোগ থাকছে।

English summary
Aadhaar, GST will create solid foundation for digital tax system, says Infosys President Mohit Joshi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X