For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজের চাপে অফিসের মেঝেতেই ঘুমাচ্ছেন টুইটার কর্মী, ভাইরাল ছবি

কাজের চাপে অফিসের মেঝেতেই ঘুমাচ্ছেন টুইটার কর্মী, ভাইরাল ছবি

Google Oneindia Bengali News

ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই সংস্থার কর্মীর প্রবল মানসিক চাপ রয়েছেন। টুইটারের ব্যাপক কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে. এই পরিস্থিতিতে সম্প্রতি টুইটারের এক কর্মী তাঁদের ম্যানেজারের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, অফিসের মধ্যেই স্লিপিং ব্যাগে ঘুমাচ্ছেন এক কর্মী। এই ছবি স্পষ্ট করে দেয়, ইলন মাস্কের টুইটার কেনার পর থেকে কতটা চাপের মধ্যে রয়েছেন কর্মীরা।

কী ছবি টুইটারে শেয়ার করা হয়েছে

কী ছবি টুইটারে শেয়ার করা হয়েছে

টুইটারের এক কর্মী তাঁর ম্যানেজারের অফিসের মেঝেতে স্লিপিং ব্যাগে ঘুমানোর ছবি শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি স্লিপিং ব্যাগে শুয়ে রয়েছেন। তাঁর চোখে মাস্ক লাগানো রয়েছে। ওই ব্যক্তির দুধারে চেয়ার ও ডেস্ক দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না, তিনি অফিসের মেঝেতে ঘুমাচ্ছেন। টুইটারে ছবিটি ইভান জোনস নামের এক ব্যক্তি শেয়ার করেছেন। ক্যাপশানে লিখেছেন, যখন আপনার বস ইলন মাস্কের কাছে কিছু প্রয়োজন থাকে। এই ছবিটি থেকে প্রবল মানসিক চাপ ও কাজের চাপের বর্ণনাই করতে চেয়েছেন ইভান জোন্স।

কঠিন পরিস্থিতিতে টুইটার কর্মীরা

কঠিন পরিস্থিতিতে টুইটার কর্মীরা

এস্থার ক্রফোর্ড নামে টুইটারের আর এক কর্মী ছবিটি রিটুইট করেছে। ক্রোফর্ড বলেন, যখন আপনার কাজের চাপ বেশি থাকে, যখন কোনও প্রোজেক্টের সময়সীমা মাত্র ২৪ ঘণ্টা থাকে, তখন যেখানে কাজ করা হয়, সেখানেই ঘুমাতে হয়। টুইটারে তিনি লিখেছেন, বর্তমানে টুইটারে যা পরিস্থিতি অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে। বিশ্বজুড়ে আমাদের সহকর্মীদের এখন কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হবে।

হাতে মাত্র এক সপ্তাহ সময়

হাতে মাত্র এক সপ্তাহ সময়

এস্থার ক্রফোর্ড নামের টুইটারের কর্মী আর একটি টুইট করে লেখেন, 'মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে সহকর্মীদের। এখন টুইটারের কর্মীরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটি টুইটারের স্বাভাবিক সময় নয়। আমি আশ্চর্য ও প্রতিভাবান কর্মীদের সঙ্গে কাজ করি। যাঁরা একসপ্তাহের মধ্যে নিজেদের পরিকল্পনা, নক্সা, পণ্য নিয়ে নতুন উদ্ভাবনী ভাবনা পেশ করার জন্য দিনরাত এক করে খাটছেন।'

কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা

কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা

ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই কর্মী ছাঁটাইয়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। টুইটার কেনার আগেই ইলন মাস্ক জানিয়েছিলেন, সংস্থাটি কেনার পর তিনি কর্মী ছাঁটাই করবেন। একটি রিপোর্টে জানা গিয়েছে, ইলন মাস্ক টুইটারের ৩,৭০০ কর্মী ছাঁটাই করতে পারেন। ব্লুমার্গের একটি রিপোর্টে জানা গিয়েছে, টুইটারের বর্তমান কর্মীদের বেশিরভাগ বাড়ি থেকে কাজ করার সুবিধা পান। ইলন মাস্ক তা বন্ধ করতে চলেছেন। জানা গিয়েছে, তিনি টুইটারের কর্মীদের অফিসে এসে কাজ করা বাধ্যতামূলক করতে চেয়েছেন।

হস্তক্ষেপের অভিযোগ প্রমাণ করলে পদত্যাগ করব, বিজয়নকে চ্যালেঞ্জ কেরলের রাজ্যপালেরহস্তক্ষেপের অভিযোগ প্রমাণ করলে পদত্যাগ করব, বিজয়নকে চ্যালেঞ্জ কেরলের রাজ্যপালের

English summary
A viral picture show that a twitter employee sleeping on office floor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X