৩০০ কোটি বছর আগে পৃথিবী জুড়ে ছিল শুধুই মহাসমুদ্র, বলছে সমীক্ষা
একটি সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৩০০ কোটি বছরেরও বেশি আগে গোটা পৃথিবী জুড়ে শুধুই ছিস মহাসাগরের উপস্থিতি। বিশালাকার মহাসুমদ্র গোটা গ্রহটিকেই একটা "জলজগতে" পরিণত করেছিল।আমেরিকান অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা কেভিন কস্টনারের ছবি ওয়াটারওয়ার্ল্ডেও এর খানিক কল্পনা আমরা দেখতে পাই।

সম্প্রতি নেচার জিওসায়েন্স জার্নালে এই গবেষণা গুলি প্রকাশিত হয়েছে বলেও জানা যাচ্ছে। পৃথিবীতে প্রথম কোথায় কোথায় এককোষের জীবের উপস্থিতির কথা জানতে পারা যায় তা এই গবেষণাতে দেখিয়েছেন বিজ্ঞানীরা। এই গবেষণা সমানে আসার পর প্রাচীন পৃথিবীকে মতো দেখতে কেমন হতে পারে তা নিয়েও বিতর্ক আরও জোরদার হয়েছে একাধিক মহলে।

পাশাপাশি কোটি কোটি বছর আগে সমুদ্রের জলের রসায়ন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্ব উঠে এসেছে এই গবেষমার মাধ্যমে। এই বিষয়ে বিশদে পরীক্ষা-নীরিক্ষার সময় গবেষকরা পৃথিবীর বিভিন্ন শুকনো অঞ্চল গুলির ১০০টিরও বেশি প্রাগৈতিহাসিক শিলার নমুনা সংগ্রহ করেন তথ্য বিশ্লেষণ করেছেন বলেও জানা যাচ্ছে।