For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সঙ্কটেও প্রায় ৫ কোটি ভারতীয়র কাছে পরিষ্কার ভাবে হাত ধোয়ার সুবিধা নেই, বলছে সমীক্ষা

করোনা সংক্রমণের মুখেও প্রায় ৫ কোটি ভারতীয়র কাছে পরিষ্কার ভাবে হাত ধোয়ার কোনও সুবিধা নেই

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ভারতীয় স্বাস্থ্যে মন্ত্রকও জানিয়েছে এত সহজে পিছু ছাড়ছে না প্রাণঘাতী করোনা। আগামীতে করোনার সঙ্গে বাঁচা আমাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত করতে হবে আমাদের। তিবে প্রকোপ থেকে বাচতে অবশ্যই আমাদের যত্ন সহকারে ঘনঘন আমাদের হাত ধোয়ার প্রয়োজন রয়েছে। একই সাথে রয়েছে মাস্ক ব্যাবহারের প্রয়োজনও।

৫ কোটি ভারতীয়র কাছে ভুগছেন এই সমস্যায়

৫ কোটি ভারতীয়র কাছে ভুগছেন এই সমস্যায়

কিন্তু সম্প্রতি একটা সমীক্ষায় দেখা যাচ্ছে প্রায় ৫ কোটি ভারতীয়র কাছে বর্তমানে সঠিক ভাবে হাত ধোয়ারই কোনও সুবিধা নেই। যার জেরে উত্তর উত্তর বাড়ছে সংক্রমণের সম্ভাবনা। এই বিষয়ে গত কয়েকমাস ধরে নিপুণ গবেষণা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য পরিসংখ্যান এবং মূল্যায়ন ইনস্টিটিউট বা আইএইচএমই।

সাবান ও পরিষ্কার জল পাচ্ছেন না ২০০ কোটি মানুষ

সাবান ও পরিষ্কার জল পাচ্ছেন না ২০০ কোটি মানুষ

আইএইচএমই-র ওই গবেষণাতে দেখা যাচ্ছে হাত ধোয়ার জন্য সাবান ও পরিষ্কার জলের ব্যবহার করতে পারছেন না বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। একইসাথে জনসংখ্যার সিংহভাগই নিম্ন ও মধ্য আয়ের দেশ গুলির নাগরিক। যার জেরে ধনী দেশ গুলির তুলনায় এই দেশগুলিতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের সম্ভাবনা।

 সমস্যায় ৪৬ টি দেশের অর্ধেকের বেশি মানুষ

সমস্যায় ৪৬ টি দেশের অর্ধেকের বেশি মানুষ

ওই সমীক্ষাতেই দেখা দেখে প্রায় ৪৬ টি দেশের অর্ধেকেরও বেশ মানুষের হাত ধোয়ার জন্য সাবান ও পরিচ্ছন্ন জলের অপ্রতুলতা রয়েছে। একইসাথে উপ-সাহারান আফ্রিকা এবং ওশয়েনিয়ার ৫০ শতাংশেরও বেশি মানুষের হাত ধোয়ার জন্য সাবান ও পরিষ্কার জলের অভাব রয়েছে।

 একই সমস্যায় এশিয়ার একাধিক দেশ

একই সমস্যায় এশিয়ার একাধিক দেশ

একই সমস্যা রয়েছে এশিয়ার একাধিক উন্নয়নশীল ও দরিদ্র দেশ গুলিতেও। পাশাপাশি সমীক্ষায় দেখা গেছে, ভারত, পাকিস্তান, চিন, বাংলাদেশ, নাইজেরিয়া, ইথিওপিয়া, কঙ্গো এবং ইন্দোনেশিয়াতেও রয়েছে একই সমস্যা। গবেষকদের মতে প্রতিটি দেশের ৫ কোটিরও বেশি মানুষের কাছে সাবান ও পরিষ্কার জলের ব্যবহারে হাত ধোয়ার কোনও সুবিধা নেই।

বিমান যাত্রীদের দুর্ভোগ ঠেকাতে বড় পদক্ষেপ কেন্দ্রের! জারি ভাড়া নিয়ন্ত্রণের নির্দেশিকাবিমান যাত্রীদের দুর্ভোগ ঠেকাতে বড় পদক্ষেপ কেন্দ্রের! জারি ভাড়া নিয়ন্ত্রণের নির্দেশিকা

English summary
a survey says even in the face of corona infection about 5 cores indians have no access to clean hand washing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X