For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করল ভারতীয় কূটনীতিক

কাশ্মীর নিয়ে বৈরীতা চরমে পৌঁছলেও আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করতে পারল না পাকিস্তান। নিমরাজি হয়েও কুলভূষণ যাদবকে আইনি সাহায্যের সুযোগ করে দিয়েছে ইমরান সরকার।

Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে বৈরীতা চরমে পৌঁছলেও আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করতে পারল না পাকিস্তান। নিমরাজি হয়েও কুলভূষণ যাদবকে আইনি সাহায্যের সুযোগ করে দিয়েছে ইমরান সরকার। আজই ইসলামাবাদে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেছেন ভারতের এক পদস্থ কূটনীতিক।

ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করল ভারতীয় কূটনীতিক

ইসলামাবাদের কারাগারে বন্দি প্রাক্তন নৌসেনা আধিকার কুলভূষণ যাদবের সঙ্গে বৈঠক করেছেন ওই কূটনীতিক।

এর আগে ভারতীয় দূত গৌরব আলুওয়ালিয়ার সঙ্গে পাক বিদেশমন্ত্রী শাহ ফয়জলের মুখপাত্রের এক প্রস্থ বৈঠক হয়েছে। দিল্লি পাকিস্তানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কারণ এক আগে আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে কুলভূষণকে ভারতের আইনি সহযোগিতা দেওয়ার সুযোগ করে দিলেও সেই বৈঠকে কোনও গোপনীয়তা ছিল না। কুলভূষণের সঙ্গে ভারতীয় আইনজীবী বা দূতাবাদের আধিকারিকদের কথা বলার সময় সর্বক্ষণ উপস্থিত থাকতেন এক পাক পুলিস আধিকারিক। এতে গোপনীয়তা রক্ষা হত না বলে অভিযোগ করেছিল ভারত।

[আরও পড়ুন: মোদীর ডাকে সাড়া দিয়ে বরুণের ছবি নতুন রেকর্ডের পথে! কী ঘটছে 'কুলি নং ১' এর সেট-এ ][আরও পড়ুন: মোদীর ডাকে সাড়া দিয়ে বরুণের ছবি নতুন রেকর্ডের পথে! কী ঘটছে 'কুলি নং ১' এর সেট-এ ]

ভারতের দাবি ছিল কুলভূষণ সে দেশে বন্দি হলেও তাঁর আইনি সাহায্য নেওয়ার অধিকার আছে। এবং সেই আইনি সাহায্যের গোপনীয়তা প্রয়োজন। পাকিস্তান আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানলেও সেই গোপনীয়তা বজায় রাখার সুযোগ দিচ্ছে না। এক্ষেত্রে কুলভূষণের হয়ে আইনি লড়াইয়ে কিছু সমস্যা থেকে যায়।

ভারত তিন বছরের জন্য কুলভূষণের মামলায় আইনি সাহায্য চেয়েছিল। আন্তর্জাতিক আদালতে ভারতের এই দাবির বিরোধিতা করেিছল পাকিস্তান। কুলভূষণকে গুপ্তচর দাবি করে কড়া সাজা দেওয়ার কথা বলেছিল ইসলামাবাদ। কিন্তু আন্তর্জাতিক আদালত পাকিস্তানের সেই দাবি খারিজ করে দেয়। ভারতের পক্ষেই রায় দান করে। তবে কুলভূষণের ফাঁসির সাজা খারিজের বিষয়ে কোনও নির্দেশ দেয়নি। কেবল মাত্র আইনি সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এতে একটু হলেও ফাঁসির সাজা থেকে বাঁচার সুযোগ পেলেন কুলভূষণ।

 [আরও পড়ুন: জমির জন্য আধিকারিকের পায়ে পড়লেন তেলঙ্গানার বৃদ্ধ কৃষক, ভাইরাল ভিডিও] [আরও পড়ুন: জমির জন্য আধিকারিকের পায়ে পড়লেন তেলঙ্গানার বৃদ্ধ কৃষক, ভাইরাল ভিডিও]

English summary
A Senior Indian diplomat in Islamabad today met with Kulbhushan Jadhav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X