For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশের গভীর থেকে ভেসে এল শক্তিশালী রেডিও সঙ্কেত! নেপথ্যে কারা

আমাদের আকাশগঙ্গা থেকে দূরে মহাকাশের আরও বিস্তৃত অঞ্চলের কোনও এক জায়গা থেকে বারবার ভেসে আসছে শক্তিশালী রেডিও সঙ্কেত।

  • |
Google Oneindia Bengali News

আমাদের আকাশগঙ্গা থেকে দূরে মহাকাশের আরও বিস্তৃত অঞ্চলের কোনও এক জায়গা থেকে বারবার ভেসে আসছে শক্তিশালী রেডিও সঙ্কেত। এই নিয়ে দ্বিতীয়বার এমন সঙ্কেত টের পেলেন বিজ্ঞানীরা। বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার-এ এই প্রসঙ্গটি প্রকাশিত হয়েছে। এছাড়া যে তথ্য পাওয়া গিয়েছে তা আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৩৩তম বৈঠকে পেশ করা হয়েছে।

শক্তিশালী সঙ্কেত

শক্তিশালী সঙ্কেত

জানা গিয়েছে, এই রেডিও সঙ্কেতের সময়কাল মাত্র এক মিলি সেকেন্ড। এই ধরনের রেডিও সঙ্কেত মহাকাশ থেকে ভেসে আসা খুব অস্বাভাবিক কিছু নয়।

ভাবছেন বিজ্ঞানীরা

ভাবছেন বিজ্ঞানীরা

তবে যেটা আশ্চর্যের তা হল একই সঙ্কেতের দ্বিতীয়বার ভেসে আসা। কেন এই সঙ্কেত পৃথিবীতে এল এবং কেন তার পুনরাবৃত্তি হল, সেটাই বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে।

তবে নেপথ্যে কারা

তবে নেপথ্যে কারা

এমন ঘটনা ঘটলে সবার প্রথমে মাথায় আসে বহির্বিশ্বের প্রাণের কথা। তাহলে কি বহির্বিশ্বে থাকা প্রাণই এই সঙ্কেত পাঠাচ্ছে? প্রথম সঙ্কেত আসে ২০১৫ সালে। এরেসিবো রেডিও টেলিস্কোপে তা ধরা পড়ে। ২০১৮ সালের শেষে তা ফের ধরা পড়েছে।

বিজ্ঞানীদের দেওয়া নাম

বিজ্ঞানীদের দেওয়া নাম

নতুন রেডিও সঙ্কেতের বৈজ্ঞানিক পরিভাষার দেওয়া নাম FRB 180814.J0422+73। একই জায়গা থেকে তা আসার খবর টের পাওয়া গিয়েছে। যে জায়গাটি পৃথিবী থেকে ১৫০ কোটি আলোকবর্ষ দূরে।

ধরা পড়েছে কানাডাস্থিত অবজারভেটরিতে

ধরা পড়েছে কানাডাস্থিত অবজারভেটরিতে

কানাডাস্থিত অবজারভেটরি টেলিস্কোপে সিগন্যাল ধরা পড়েছে। একসঙ্গে অনেকগুলি তরঙ্গের মধ্যে কয়েকটি একইরকমের। এই ধরনের রেডিও সঙ্কেত থেকে মহাকাশের গোলকধাঁধার রহস্যভেদ করার কাছাকাছি পৌঁছনো সম্ভব হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

English summary
A second mysterious repeating fast radio burst has been detected in space
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X