For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মস্কোয় ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান, টেক অফের পরই নিমেষে সব শেষ

মস্কোয় ভেঙে পড়ল রাশিয়ার যাত্রী বোঝাই বিমান। টেক অফ করার পরই বিমানটি ভেঙে পড়ে। এই বিমান ৬ জন বিমান কর্মী ও ৬৫ জন যাত্রী ছিল।

Google Oneindia Bengali News

মস্কোয় ভেঙে পড়ল রাশিয়ার যাত্রী বোঝাই বিমান। টেক অফ করার পরই বিমানটি ভেঙে পড়ে। এই বিমান ৬ জন বিমান কর্মী ও ৬৫ জন যাত্রী ছিল। সকলেরই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। অর্থাৎ রাশিয়ার বিমান দুর্ঘটনায় ৭১ জনেরই মৃত্যু হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে।

মস্কোয় ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান, টেক অফের পর নিমেষেই সব শেষ

সারাটভ এয়ারলাইনের অ্যান্টনভ এএন-১৪৮ বিমান মস্কো ডোমোডেডভ বিমান বন্দর থেকে ওড়ার পরই আকাশে হারিয়ে যায় বিমানটি। তার অল্প কিছুক্ষণের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে ওড়ার পরই তাঁরা বিমানটিকে আচমকা ভেঙে পড়তে দেখেন। মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা।

মস্কো শহর থেকে প্রায় ৫০ কিমি দূরে আরগুনোভো গ্রামে বিমানটি ভেঙে পড়ে। বিমানের কোনও যাত্রী ও কর্মীর বেঁচে থাকার কোনও সম্ভাবনাই নেই বলে জানানো হয়েছে রাশিয়ান এমার্জেন্সি মন্ত্রকের তরফে। এই ঘটনার পরই তদন্তকারী সংস্থা ও ফরেনসিক বিশেষজ্ঞরা উদ্ধারকারীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকার্যে।

English summary
A plane crashes near Moscow Airport with 71 passengers and air crew,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X