For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিনেমার কায়দায় হেলিকপ্টারে করে জেল পালালেন কুখ্যাত এই ফরাসী বন্দী, বিস্তারিত জানুন

কুখ্য়াত ফরাসি গ্যাংস্টার রেদোয়াঁ ফ্যাইদ, তার তিন সশস্ত্র সঙ্গীর সাহায্যে হেলিকপ্টারে করে জেল থেকে পালালেন।

Google Oneindia Bengali News

জেল চত্বরে এসে নামল একটি হেলিকপ্টার। তা থেকে নামল তিন সশস্ত্র দুষ্কৃতি। গুলি চালাতে চালাতে তারা উদ্ধার করে নিয়ে গেল এক বন্দীকে। ঠিক যেন সিনেমার দৃশ্য। রবিবার ঠিক এই কায়দাতেই জেল থেকে পালালেন ফ্রান্সের কুখ্যাত অপরাধী রেদোয়াঁ ফ্যাইদ।

সিনেমার কায়দায় করে জেল থেকে পলায়ন

ঘটনাটি ঘটেছে প্যারিসের অদূরে রেআউ জেলে। ফরাসী পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি যখন ল্যান্ড করে তখন রেদোয়াঁ ভিসিটেশন হলে ছিলেন। দুষ্কৃতিরা নাগারে গুলি ছুঁড়তে ছুঁড়তে তাকে নিয়ে পালায়। কয়েক মুহূর্তেই ওই ঘটনা ঘটে যায়। তবে দুষ্কৃতিদের গুলিতে কেউ হতাহত হননি, কাউকে তারা পণবন্দীও করেনি।

ফরাসী পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দিকে দিকে রেদোয়াঁর খোঁজ চলছে। যে হেলিকপ্টারটিতে করে তার সঙ্গীরে রেদোয়াঁকে নিয়ে পালিয়েছিল সেটির সন্ধান মিলেছে। প্যারিসের অদূরে শার্ল দে গুল আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে সেটি দগ্ধ অবস্থায় উদ্ধার হয়।

২০১০-এ ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল রেদোয়াঁ ফ্যাইদ। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশকর্মীরও মৃত্যু হয়। তাই ২৫ বছরের জন্য তাঁর কারাবাসের সাজা হয়। এক সময় তাকে ফ্রান্সের পাবলিক এনিমি নাম্বার ১ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

জেল পালানোর অভিজ্ঞতা অবশ্য ৪৬ বছরের রেদোয়াঁ-র আগেও ছিল। ২০১৩ সালে সে আরেকটি জেল থেকে পালিয়েছিল। সেই পলায়নও যথেষ্ট সিনেম্যাটিক ছিল। চারজন জেলরক্ষককে সে পণবন্দী করেথিল। একের পর এক জেলের দরজা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়ে সে চম্পচ দিয়েছিল। মাত্র ৬ সপ্তাহ পরেই অবশ্য প্যারিসের এক হোটেল থেকে ফের পুলিশ তাকে কব্জা করে। ওই জেল পালানোর জন্য তাঁর ১০ বছর অতিরিক্ত কারাবাসের সাজা হয়।

English summary
Redoine Faid, A notorious French gangster made a cinematic escape with him being freed by three heavily-armed accomplices that landed on the jail’s courtyard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X