For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা! জাপানের রাস্তায় মৃত ২, বাড়তে পারে মৃতের সংখ্যা

জাপানের টোকিও-র রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলায় মৃত দুই। মঙ্গলবার সকালেই এই ঘটনা ঘটে।

  • |
Google Oneindia Bengali News

জাপানের টোকিও-র রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলায় মৃত দুই। মঙ্গলবার সকালেই এই ঘটনা ঘটে। হামলায় প্রথম মারা গিয়েছে স্কুলের এক ছাত্রী। সন্দেহজনক হামলাকারী এরপর আত্মহত্যা করা বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। জাপানের রাজধানীর দক্ষিণে কাওয়াসাকি শহরে এই হামলার ঘটনায় ১৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা! জাপানের রাস্তায় মৃত ২, বাড়তে পারে মৃতের সংখ্যা

সাধারণভাবে জাপানে এই ধরনের হিংসা একেবারেই ঘটে না। ছুরি নিয়ে হামলাকারীর আাসল উদ্দেশ্য জানা যায়নি।

হামলা এমন একটা সময়ে হয়েছে, যেই সময়, শ্রমিকরা তাদের অফিসের পথে ছিলেন। অন্যদিকে শিশু থেকে কিশোর কিশোরীরা ছিল স্কুলের পথে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।। পুলিশ হামলাকারীকে ধরে নিয়ে যেতেই, সেও ছুরি চালিয়ে আত্মহত্যা করে। অগ্নি নির্বাপণ দফতরের থেকে এই ঘটনায় ১৭ জনের আহত হওয়ার খবর জানানো হয়েছে।

হামলার পরেই আক্রান্তদের চিকিৎসার জন্য বিশেষ চিকিৎসা শিবির খোলা হয়। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পাঁচ আহতের মধ্যে
চারজনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচজনের মধ্যে রয়েছেন, এক মহিলা, এেকজন পুরুষ এবং ৩ জন বছর ছয়েকের স্কুল ছাত্রী।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাওয়াসাকির এক স্কুলের সামনে আততায়ী গিয়ে ছুরি দিয়ে বাচ্চাদের কোপাতে শুরু করে। আর্তনাদের ছেয়ে গিয়েছিল গোটা এলাকা। আরও জানা গিয়েছে, যখন আততায়ীকে গ্রেফতার করা হয়, তখন তার শরীরে ছিল ছুরি। মুখে ছিল পৈচাশিক হাসি। এই হামলার ঘটনায় কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

English summary
A mass stabbing rampage outside of Tokyo on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X