For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে উড়ে এল জুতো, এবার বড়সড় প্রশ্নের মুখে দেশের সহিষ্ণুতা

এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে ছোড়া হল জুতো। দর্শকাসন থেকে ছোড়া জুতো তাঁর বুকে এসে লাগে।

Google Oneindia Bengali News

কিছুদিন আগেই প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে তাঁকে। এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে ছোড়া হল জুতো। দর্শকাসন থেকে ছোড়া জুতো তাঁর বুকে এসে লাগে। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েন নওয়াজ। সঙ্গে সঙ্গেই স্বেচ্ছাসেবকদের হাতে ধরা পড়ে যায় ওই যুবক। তাকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী শরিফকে লক্ষ্য করে উড়ে এল জুতো

লাহোরের একটি মাদ্রাসায় স্মরণসভায় আসেন প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী। দর্শকাসনে থেকে এক ব্যক্তি নওয়াজের সামনে এসে জুতো ছুড়ে মারেন। তারপরই স্বেচ্ছাসেবকদের হাতে ধরা পড়ে প্রহৃত হয় সে। ধৃতের নাম তালহা মুনওয়ার। মুনওয়ার শরিফের সামনে দাঁড়িয়ে শরিফ বিরোধী স্লোগান দিতে দিতে এই কাণ্ড ঘটায়।

শরিফকে জুতো ছোড়ার ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশে। এই ঘটনায় শরিফের দলই নয়, বিরোধী সমস্ত দলই নিন্দার ঝড় তোলে। ইমরান খানের দল জানিয়েছে, ব্যক্তিগত আক্রমণ তাঁরা সমর্থন করেন না। বিরোধী নেতা বলেন, এই ঘটনা পাকিস্তানের পক্ষে হতাশাব্যাঞ্জক। আদৌ বিশ্বের দরবারে এটা ভালো বিজ্ঞাপন নয়।

শরিফের দলের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এই ঘটনায় যেন কর্মীরা প্রতিহিংসাপরায়ণ হয়ে না ওঠেন। শান্তি বজায় রাখার আহ্বান জানান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। শরিফের দল পিএমএল-এনের মতে এটা বিরোধীদের কাজ। বারবারই এ ধরনের ঘটনা ঘটছে। গত দুদিনে তিনবার টার্গেট হয়েছেন নেতা-মন্ত্রীরা। পাকিস্তানের সহিষ্ণুতাই এখন বড়সড় প্রশ্নের মুখে।

English summary
A man throws shoe in target of former prime minister Nawaj Sharif. He is attacked at Lahore to join in memorial meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X