For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের আসতে চলছে রিসেশন, প্রমাদ গুণছেন বিশ্বের তাবড় অর্থনীতিবিদরা

বিশ্বের অর্থনীতিতে ফের আসতে চলেছে রিসেশনের ধাক্কা। আগামী ২ বছরের মধ্যে আমেরিকায় ফের শুরু হবে রিসেশন। এমনই বিপদ সঙ্কেত শুনিয়েছেন অর্থনীতিিবদরা।

Google Oneindia Bengali News

বিশ্বের অর্থনীতিতে ফের আসতে চলেছে রিসেশনের ধাক্কা। আগামী ২ বছরের মধ্যে আমেরিকায় ফের শুরু হবে রিসেশন। এমনই বিপদ সঙ্কেত শুনিয়েছেন অর্থনীতিিবদরা। আর এই রিসেশনের জন্য তাঁরা দায়ী করেছেন ট্রাম্প সরকারের আর্থিক নীতিকে।

ফের আসতে চলছে রিসেশন, প্রমাদ গুণছেন বিশ্বের তাবড় অর্থনীতিবিদরা

এমনিতে চিনের সঙ্গে এক প্রকার বাণিজ্য বন্ধের অবস্থায় চলে গিয়েছে আমেরিকা। বাণিজ্যিক নীতি নিয়ে এতোটাই বিরোধ তৈরি হয়েছে দুই দেশের। ভারতের সঙ্গে বাণিজ্যও ভাল যাচ্ছে না আমেরিকার। সেখানেও বাণিজ্যনীতি নিয়ে মতবিরোধ।

কয়েকশো কোটির এই দুটি দেশের সঙ্গে বাণিজ্য করতে না পারার মাশুন গুণতেই ২০২০-২০২১ সালের মধ্যে আমেরিকার অর্থনীতিতে ঘনাতে চলেছে রিসেশনের কালো মেঘ। এখন থেকেই নাকি তার ইঙ্গিত আসতে শুরু করেছে। চিনের সঙ্গে বাণিজ্য করতে না পারার মাশুল হিসেবে কয়েক হাজার কোটি টাকার লোকসানে পড়তে হয়েছে একাধিক মার্কিন সংস্থাকে। যার প্রভাব পড়েছে দেশের সেন্ট্রাল ব্যাঙ্কেও।

মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিস্থিতি সামল দিতে লেন্ডিং রেট কমালেও ঘাটতি মেটাতে পারছে না। এনএবিইর সমীক্ষা বলছে, আমেরিকার এই আর্থিক পরিস্থিতি ফের রিসেশনের মতো মারাত্মক খারাপ অবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

২০২০ সালের মধ্যে আমেরিকা যদি ৩৪ শতাংশ আর্থিক সমৃদ্ধি না ঘটাতে পারে তাহলে রিসেশন আটকানোর ক্ষমতা কারোর নেই। এই মুহুর্তে বাণিজ্যিক করাণে আমেরিকার আর্থিক সমৃদ্ধি ঘাটতির দিকেই যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আবারও একাধিক মার্কিন সংস্থায় রিসেশন শুরু হয়ে যাবে। যার প্রভাব পড়বে গোটা বিশ্বে।

English summary
A majority of economists expect a US recession in the next two years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X