For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ মিনিটেই জানা যাবে আপনি করোনা আক্রান্ত কি না, নয়া আবিষ্কারে আশার আলো

করোনা গোটা বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছে। আমেরিকা, ইতালি, স্পেনের মতো দেশ করোনার থাবায় কাহিল। কীভাবে আটকানো যায় মারণ করোনাকে তার কোনও উপায় পাচ্ছে না ইউএসএ থেকে ইউকে।

Google Oneindia Bengali News

করোনা গোটা বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছে। আমেরিকা, ইতালি, স্পেনের মতো দেশ করোনার থাবায় কাহিল। কীভাবে আটকানো যায় মারণ করোনাকে তার কোনও উপায় পাচ্ছে না ইউএসএ থেকে ইউকে। তবে এরই মধ্যে মার্কিন মুলুকের এক আবিষ্কার আশার আলো দেখাচ্ছে দুনিয়াকে। এই আবিষ্কারে মাত্র পাঁচ মিনিটেই ধরা পড়ছে রোগী করোনা আক্রান্ত কি না!

মাত্র পাঁচ মিনিটেই নিশ্চিত

মাত্র পাঁচ মিনিটেই নিশ্চিত

মার্কিন মুলুকে সম্প্রতি শুরু হয়েছে এই পোর্টেবল করোনা টেস্ট। আমেরিকার গবেষণাগারে মাত্র পাঁচ মিনিটেই জানা যাচ্ছে রোগী করোনা আক্রান্ত কি না। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই প্রত্যেকটি হাসপাতালে এই পরীক্ষা শুরু হবে। জরুরি ভিত্তিতে েই কিট পৌঁছে দেওয়া হচ্ছে দেশের সর্বত্র।

টেস্টারের মতো যন্ত্রের সাহায্যে

টেস্টারের মতো যন্ত্রের সাহায্যে

নয়া প্রযুক্তিতে একটি টেস্টারের মতো যন্ত্রের সাহায্যে এই পরীক্ষা করা হচ্ছে। পজিটিভ হলে পাঁচ মিনিটের মধ্যেই ধরা পড়ে যাচ্ছে এই পোর্টেবল পরীক্ষায়। আর নেগেটিভ কি না নিশ্চিত হতে সময় লাগছে ১৩ মিনিট। মার্কিন সংস্থা অ্যাবট জানিয়েছে, তারা এই পদ্ধতিতে করোনা ভাইরাস পরীক্ষা শুরু করেছে দেশে।

মহামারী রুখতে এই যন্ত্রটি উপযোগী

মহামারী রুখতে এই যন্ত্রটি উপযোগী

অ্যাবট কর্তা রবার্ট ফোর্ড জানিয়েছেন, সারা বিশ্বে মহামারী রুখতে এই যন্ত্রটি উপযোগী হবে। মার্কিন প্রশাসন জানিয়েছেন, এখনও প্রাথমিক পর্যায়ে আছে এই বিষয়টি। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তা স্বাস্থ্য পরিষেবায় প্রয়োগ করবে। এবং করোনা-যুদ্ধে এই পোর্টেবল যন্ত্রকে কাজে লাগাবে।

পোর্টেবল হওয়ায় হাসপাতালের বাইরেও পরীক্ষা

পোর্টেবল হওয়ায় হাসপাতালের বাইরেও পরীক্ষা

মার্কিন প্রশাসন মনে করছে, এই যন্ত্রটি পোর্টেবল হওয়ায় হাসপাতালের বাইরেও যে কোনও জায়গায় তা প্রয়োগ করা যাবে। করোনা চিহ্নিতকরণ খুব সহজসাধ্য হবে। তারপর খুব কম সময়ে রিপোর্ট পাওয়া যাচ্ছে। মাত্র পাঁচ মিনিট থেকে ১৩ মিনিটে নিশ্চিত হওয়া যাচ্ছে পুরো বিষয়টি। এই আবিষ্কারকে তাই আশার আলো হিসেবে দেখছে চিকিৎসা বিজ্ঞান।

English summary
A invention in Us Laboratory test Coronavirus only five Minutes by a portable tester. USA invents this machine to test coronavirus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X