For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাজিলে কারাগারে ভয়ঙ্কর গোষ্ঠী সংঘর্ষ, মৃত ৫৭ বন্দি

ব্রাজিলের আলতামিরায় গোষ্ঠী সংঘর্ষ রণক্ষেত্র কারাগার‌। ৫৭ জন বন্দির মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ১৬ জন বন্দির মুন্ডচ্ছেদ করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

Google Oneindia Bengali News

ব্রাজিলের আলতামিরায় গোষ্ঠী সংঘর্ষ রণক্ষেত্র কারাগার‌। ৫৭ জন বন্দির মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ১৬ জন বন্দির মুন্ডচ্ছেদ করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। জেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বন্দিদের এই গোষ্ঠী সংঘর্ষ। সূত্রের খবর স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হয় সংঘর্ষ।

ব্রাজিলে কারাগারে ভয়ঙ্কর গোষ্ঠী সংঘর্ষ, মৃত ৫৭ বন্দি

বন্দিদের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠী সংঘর্ষ চলছিল, সেটি চরম আকার নেয় সোমবার‌। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, কমান্ডো ক্লাস গ্যাংয়ের সদস্যরা আগুন ধরিয়ে দেয় বিপক্ষের কমান্ডো ভারমেলহো এবং রেড কমান্ড গ্যাংয়ের সেলে। সেগুলি তালাবন্ধ থাকায় অগ্নিদগ্ধ হয়েই অনেকের মৃত্যু হয়েছে। দুই কারা রক্ষীকেও তাঁরা পণবন্দি করে রেখে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। পরে অবশ্য দুই কারা রক্ষীকেই ছেড়ে দেয় তারা।

কারাগারের ডিরেক্টর জার্বাস ভাসকনসেলস জানিয়েছেন, পরিকল্পিত ভাবেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে জেল কর্তৃপক্ষের কাছে এই নিয়ে কোনও আগাম খবর না থাকায় সেটা এতো বড় আকার নেয়। এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
জেলের এই গোষ্ঠী সংঘর্ষের একটি নারকীয় ভিডিও ছড়িয়ে পড়ে বন্দিদের মধ্যে। তাতে দেখা গিয়েছে এক গোষ্ঠীর সদস্যরা অন্য গোষ্ঠীর এক ব্যক্তিকে মেরে তার মুণ্ডু কেটে উল্লাস করছে। তারপরেই সংঘর্ষ চরমে ওঠে।

যদিও ব্রাজিলে কারাগারে গোষ্ঠী সংঘর্ষ নতুন কোনও ঘটনা নয়, এর আগে ২০১৭ সালে আমাজনে উত্তরাঞ্চলের প্রদেশে কারাগারে গোষ্ঠী সংঘর্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছিল। কেন বারবার কারাগারে এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের বিচারবিভাগীয় মন্ত্রক।

English summary
A bloody clash between two prison gangs at Brazil killed least 57 inmates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X