For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের জায়গার নাম আজও ঠিক করে জানেন না বাঙালিরা, লজ্জায় মাথা নোয়াচ্ছে দেশ

দেশ সকলের কাছে অত্যন্ত সম্মানীয়, কিন্তু সেই দেশের নামও সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না এমন মানুষও আছে।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বাংলা-র মানুষ আজও নিজের জায়গার নামের বানানটাও ঠিক করে জানন না। আর এমন জায়গায় নামের বানান ভুল হল যে শুধু দেশ নয়, বিদেশও জেনে গেল এই লজ্জার কথা।

নিজের জায়গার নাম আজও ঠিক করে জানেন না বাঙালিরা, লজ্জায় মাথা নোয়াচ্ছে দেশ

রাত পোহালেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খেলা। ম্যাচের আগের দিন দুই দলের লড়াই বা প্রস্তুতির খবর সরিয়ে জায়গা করে নিয়েছ অন্য শিরোনাম। ম্যাচের টিকিটেই এমন কাণ্ড ঘটিয়েছে বিসিবি, বাংলাদেশের সম্মান ভুলুন্ঠিত।

অদ্ভুতভাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার এই ম্যাচ উপলক্ষে যে টিকিট ছাড়া হয়েছে তাতে 'বাংলাদেশ' নামের বানানটা ভুল লেখা হয়েছেষ টিকিটে ইংরেজিতে বাংগলাদেশ বানান লেখা হয়েছে , যা আসলে হবে বাংলাদেশ। একটি আন্তর্জাতিক ম্যাচে এমন ভুল নিয়ে সরগরম সব মহল। বিসিবি এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। যে টিকিট বিক্রি হয়ে গেছে তাতে কিছু করার নেই। কিন্তু অবিক্রীত টিকিট বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

নিজের জায়গার নাম আজও ঠিক করে জানেন না বাঙালিরা, লজ্জায় মাথা নোয়াচ্ছে দেশ

এদিকে সোশ্যাল মিডিয়ায় দৌলতে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এই খবর। সমাজের সকল শ্রেণীর মানুষ অখুশি এই ধরণের লজ্জাজনক ভুলে। এদিকে পশ্চিমবঙ্গের মানুষের বাংলা শব্দটির সঙ্গে আলাদা টান থাকায় তারাও বিক্ষুব্ধ এই ঘটনায়।

সামনেই ২১ ফেব্রুয়ারি সারা বাংলাদেশে উদযাপন হবে ভাষা দিবস কিন্তু তার আগে এই খবরে বাংলা-য় নামের বানান ভুল না হলেও বাংলাদেশ নামটি ভুল হওয়ায় আরও হতাশা দুই পারের বাঙালিদের মধ্যেই।

English summary
A big body of country do not know how to spell country's name, the wrong doing goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X