For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯০ বছরের ব্রিটিশ মহিলা প্রথম ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করলেন

প্রথম ফাইজারের ভ্যাকসিন গ্রহণ

Google Oneindia Bengali News

গত সপ্তাহেই বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসাবে ব্রিটেন থেকে অনুমোদন পেয়েছে ফাইজার/‌বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। সাতদিনের মধ্যেই টিকাদানের প্রস্তুতি নেওয়া হবে তা আগেই জানিয়েছিল সংস্থা। সেই মতো মঙ্গলবার থেকে ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হয়ে গেল। ৯০ বছরের বৃদ্ধা ব্রিটেনের মার্গারেট কিনান, বিশ্বের মধ্যে প্রথম, যিনি ফাইজারের কোভিড–১৯ ভ্যাকসিন গ্রহণ করলেন। প্রসঙ্গত, এই ভ্যাকসিনের ট্রায়ালে ৯৫ শতাংশ কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

৯০ বছরের ব্রিটিশ মহিলা প্রথম ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করলেন


একসপ্তাহ পরেই মার্গারেট ৯১ বছরে পা দেবেন। তার আগেই মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে মধ্য ইংল্যান্ডের কোভিড হাসপাতালে তিনি এই ভ্যাকসিনের ডোজ নেন। ফাইজার ও বায়োএনটেকের কোভিড–১৯ ভ্যাকসিন মঙ্গলবার থেকেই ব্রিটেনে দেওয়া শুরু হয়েছে। প্রথম কোনও পাশ্চাত্য দেশ করোনা ভাইরাসকে পরাস্ত করতে তার জনগণকে করোনা টিকাদানের কাজ শুরু করেছে। বিশ্ববাসীর মতে এই ভাইরাস মহামারিকে পরাস্ত করে এক কোণে ঠেলে দিতে সফল হবে, এই ভাইরাস ইতিমধ্যেই অর্থনীতিকে চূর্ণ–বিচূর্ণ করেছে এবং ১ কোটি ৫ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। তবে এই ভ্যাকসিন অতি–ঠাণ্ডায় সংরক্ষণ করে রাখা এবং কৌশলী বিষয় এই ভ্যাকসিনের ব্যবহারকে সীমাবদ্ধ রাখবে।

কিনান ভ্যাকসিন গ্রহণের পর বলেন, '‌কোভিড–১৯–এর বিরুদ্ধে প্রথম ব্যক্তি হিসাবে টিকা নিতে পেরে নিজেকে বিশেষ সুবধাপ্রাপ্ত বলে অনুভব হচ্ছে।’‌ তিনি আরও বলেন, '‌এটা জন্মদিনের আগে পাওয়া সেরা উপহার যার জন্য যেটা আমার প্রত্যাশা ছিল, কারণ এর অর্থ আমি অবশেষে সামনের দিকে তাকাতে পারব, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটতে পারব নতুন বছরে।’‌

শিলন্যাসের অনুমতি মিললেও এসেছে সুপ্রিম স্থগিতাদেশ! একনজরে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের ইতিবৃত্ত শিলন্যাসের অনুমতি মিললেও এসেছে সুপ্রিম স্থগিতাদেশ! একনজরে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের ইতিবৃত্ত

English summary
a 90 year old british woman was the first to receive the pfizer vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X