For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৯ বছর বয়সে জেলে গেলেন এক বৃদ্ধা, কারণটাও বেশ অদ্ভুত!

নেদারল্যান্ডসের বাসিন্দা ৯৯ বছরের এক বৃদ্ধা যা করলেন তা নিঃসন্দেহে অদ্ভুত। বৃদ্ধা কখনও কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাবাস করেননি। আর তাই সেই ইচ্ছে এই বয়সে এসে পূরণ করলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

অ্যামস্টারডম, ২৮ ফেব্রুয়ারি : জীবন সায়াহ্নে এসে অনেকের কিছু জিনিস নিয়ে আফসোস হয় যা তারা সারা জীবনে করতে পারেননি। অনেক সময়ে মনে হয়, কিছু জিনিসের কথা যা করতে পারলে ভালো লাগত। তবে নেদারল্যান্ডসের বাসিন্দা ৯৯ বছরের এক বৃদ্ধা যা করলেন তা নিঃসন্দেহে অদ্ভুত।['স্কাইডাইভ' দিয়ে জন্মদিন পালন ৯৫ বছরের বৃদ্ধার!]

বৃদ্ধা কখনও কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাবাস করেননি। আর তাই সেই ইচ্ছে এই বয়সে এসে পূরণ করলেন তিনি। নিজে গ্রেফতার হলেন ও হাতকড়া পড়ে কারাবাস করলেন।[এই রাজ্যে চালু হল দেশের প্রথম 'ভাসমান স্কুল']

৯৯ বছর বয়সে জেলে গেলেন এক বৃদ্ধা, কারণটাও বেশ অদ্ভুত!

এই ঘটনার কথা নেদারল্যান্ডসের পূর্বদিকের শহর নিজমেজেন-জুইড এর পুলিশ ফেসবুকে প্রচার করেছে। মহিলাকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে বলে জানিয়েছে। একইসঙ্গে নিজেদের ফেসবুক পেজে হাতকড়া পরিহিত বৃদ্ধার ছবিও পোস্ট করা হয়েছে।[২ বছরের গর্ভাবস্থার পরে ছাগলের জন্ম দিলেন মহিলা! চাঞ্চল্য নাইজেরিয়ায়]

জানা গিয়েছে, শতবর্ষ পূরণ করতে তলা বৃদ্ধার নাম অ্যানি। তিনি জেলের সেলের ভিতরের জীবন একদিন অভিজ্ঞতা করতে চেয়েছিলেন। এরপরে অ্যানির ভাইপো পুলিশে যোগাযোগ করেন। অ্যানির ইচ্ছার কথা জানার পরে পুলিশও এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।[১০১ বছর বয়সে কর্মজীবনে অবসর নিয়েছেন এক জাপানি বৃদ্ধ]

আর দেবে নাই বা কেন, এমন আজব ইচ্ছে আর ক'জন মানুষেরই বা হয়। আর একদিনের জেলযাত্রা করে খুশি অ্যানিও। তিনি শতবর্ষ পূরণ করে আরও এগিয়ে যান, এমনটাই চেয়েছেন তাঁর শুভানুধ্যায়ীরা।

English summary
99-year-old grandmother from The Netherlands, getting arrested. Police in the eastern Dutch town of Nijmegen-Zuid posted about it on Facebook, explaining how the woman was "arrested" and even "booked" into a jail cell. The post includes pictures of the woman, named Annie.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X