For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার সাউথ ডাকোটায় বিমান দুর্ঘটনায় ২ শিশু সহ মৃত ৯

Google Oneindia Bengali News

যুক্তরাষ্ট্রের উত্তর প্রান্তে অবস্থিত সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। শনিবার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ২ শিশুও ছিল। বিমানটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। বিমানটির পাইলটও বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

জারি উদ্ধার অভিযান

জারি উদ্ধার অভিযান

আমেরিকার জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড একটি টুইট বার্তায় জানায়, বিমান বিধ্বস্তের ঘটনের তদন্ত শুরু করছে। ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খারাপ আবহাওয়ার জেরেই বিরত্তি

খারাপ আবহাওয়ার জেরেই বিরত্তি

স্থানীয় সূত্রের খবর, বিমান দুর্ঘটনা যেই এলাকায় হয়, সেখানে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা ছিল। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, পাইলেটাস পিসি -১২ মডেলে একক ইঞ্জিন টার্বোপ্রপ প্লেনটি চ্যামবারলিন বিমান বন্দর থেকে উড়ে যাওয়া প্রায় এক মাইল দূরে বিধ্বস্ত হয়ে যায়।

দুই দিন আগে একই রকম আরও একটি দুর্ঘটনা ঘটে

দুই দিন আগে একই রকম আরও একটি দুর্ঘটনা ঘটে

এর আগে ২৯ নভেম্বর কানাডার লেক অন্টারিওর উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ আমেরিকান ও ২ কানাডিয়ান নাগরিক নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সেই সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমানবন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিল। টেক্সাসের অধিবাসী বিমানটির পাইলট, তার বান্ধবী এবং ৩, ১১ ও ১৫ বছরের তিন শিশু ও কানাডার ২ নাগরিক বিমানটিতে ছিল।

English summary
9 dead in a plane crash in south dakota in usa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X