For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী এই 'টেবিল' ঘিরে চলল কিম-ট্রাম্প বৈঠক, আসবাবটির গুরুত্ব জানেন

ইতিহাসকে সাক্ষী রেখে আন্তর্জাতিক রাজনীতির এক অন্যতম অধ্যায় পেরোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিং জং উন।

  • |
Google Oneindia Bengali News

ইতিহাসকে সাক্ষী রেখে আন্তর্জাতিক রাজনীতির এক অন্যতম অধ্যায় পেরোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিং জং উন। সিঙ্গাপুরে এই দুই দেশের নেতারা এক ঐতিহাসিক বৈঠকে আজ যোগ দেন। বৈঠকের সঙ্গে জড়িত প্রতিটি পর্ব যেমন বিশ্ব রাজনীতির অঙ্কে গুরুত্বপূর্ণ তেমনই বৈঠকে ব্যবহৃত আসবাবও দখল করে নিল সংবাদ শিরোনাম।

সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী এই টেবিল ঘিরে চলল কিম-ট্রাম্প বৈঠক, আসবাবটির গুরুত্ব জানেন

সিঙ্গাপুরোর নেসটোসা দ্বীপের ক্যাপেলা রিসর্টে আয়োজিত হয় এই হাইভল্টেজ বৈঠক। বৈঠকে টেবিলের একপ্রান্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদিকে উচ্চর কোরিয়ার রাষ্ট্রনেতা কিং। বিতর্কে থাকা দুই রাষ্ট্রনায়কের আলোচনা পর্বের মাঝের টেবিলটিও কম গুরুত্বপূর্ণ নয়। ৪.৩ মিটার লম্বা এই টেবিল সিঙ্গাপুরের সুপ্রিমকোর্টে ব্যবহৃত এক টেবিল। নক্সা কাটা এই কাঠের টেবিলটি ৮০ বছরের পুরনো। সিঙ্গাপুরের রাষ্ট্রব্যবস্থার অন্যতম গর্ব এই ঐতিহ্যবাহী টেবিল। আপাতত সিঙ্গাপুরের জাতীয় গ্যালারির থেকে ধার নেওয়া হয় টেবিলটি। ধার নেওয়া হয়েছে শুধুমাত্র এই বিশেষ বৈঠকের জন্য।

[আরও পড়ুন: ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক শেষ! কিমকে প্রতিভাবান বললেন ট্রাম্প][আরও পড়ুন: ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক শেষ! কিমকে প্রতিভাবান বললেন ট্রাম্প]

সিঙ্গাপুরের ইতিহাসের একাধিক অধ্য়ায় দেখেছে এই টেবিল। ১৯৩৯ সালে নির্মিত এই টেবিল সাক্ষী ছিল সিঙ্গাপুরের প্রথম আসিয়ান চিফ জাস্টিস উই চং জিনের দায়িত্বাভার কাঁধে তোলার দিনের। ১৯৩৯ সাল থেকে ২০০৫ পর্যন্ত সিঙ্গাপুরের সুপ্রিমকোর্টে ব্যবহার করা হয় এই টেবিল। পরবর্তীকালে তা তুলে দেওয়া হয় ন্যাশনা গ্যালারির হাতে।

[আরও পড়ুন:ট্রাম্প-কিম বৈঠকে খাবারের রাজকীয় আয়োজন! দুই নেতার রসনা তৃপ্তিতে হাজির কোন কোন পদ][আরও পড়ুন:ট্রাম্প-কিম বৈঠকে খাবারের রাজকীয় আয়োজন! দুই নেতার রসনা তৃপ্তিতে হাজির কোন কোন পদ]

English summary
80-yr-old Singapore Supreme Court table used for Trump-Kim summit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X