For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৮০ জন মার্কিনী জঙ্গির মৃত্যু হয়েছে' মিসাইল হামলার পর ইরানের মিডিয়ার বার্তা

ইরানের সংসদ আগেই একটি বিল পাশ করে জানিয়ে দেয় যে তারা মার্কিনী সেনাকে 'জঙ্গি' তকমা দিতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

ইরানের সংসদ আগেই একটি বিল পাশ করে জানিয়ে দেয় যে তারা মার্কিনী সেনাকে 'জঙ্গি' তকমা দিতে চলেছে। আর এদিন ইরাকে অবস্থিত মার্কিন সেনা ছাউনিতে হামলার ঘটনার পর ইরানের মিডিয়া জানিয়েছে ঘটনায় ৮০ জন মার্কিনী সেনার মৃত্যু হয়েছে।

 ইরান কী জানিয়েছে?

ইরান কী জানিয়েছে?

ইরানের সিনিয়র রেভোলিউশনরি গার্ড সোর্সকে উল্লেখ করে ইরানের মিডিয়া জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৮০ জন জঙ্গিকে হত্যা করেছে ইরান। শুধু তাই ন, একাধিক মার্কিনী সমরাস্ত্র গুঁড়িয়ে দিয়েছে ইরানের সেনা। ফলে প্রাথমিকভাবে যে ট্রাম্পের কোনও হুঁশিয়ারিতেই কর্ণপাত করতে রাজি নয় ইরান , তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

৫২ এর জবাব ১০০ তে!

৫২ এর জবাব ১০০ তে!

ট্রাম্প সরকার আগে জানিয়েছিল যে ইরান যদি মার্কিন মুলুকে হামলার চেষ্টা করে বা মার্কিন সেনাকে নিশানায় রাখতে চায়, তাহলে ইরানের ৫২ টি জায়গায় হামলা করবে ট্রাম্প প্রশাসন। এর আগে ট্রাম্প প্রশাসন ৫২ টি ইরানের জায়গা চিহ্নিত করে রেখেছে। তার জবাবে এদিন ইরান জানিয়েছে তারা ১০০ টি জায়গাকে বেছে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিনীদের একটা হামলা ইরানে হলেই ওই ১০০ টি জায়গায় জবাব দেবে ইরান।

মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম

মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দামও এর আগে ঘোষণা করে দিয়েছে ইরান। তারা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ৮০ মিলিয়ন ডলার। আর কাশেম সুলেমানির মৃত্যুতে এই দাম মার্কিনীদের দিতে হবে বলেও হুঙ্কার উঠে আসে ইরানের তরফে।

ইরানের ঝাঁঝালো হুঙ্কার

ইরানের ঝাঁঝালো হুঙ্কার

অর আগে , ইরানের ক্ষমতার অলিন্দে থাকা আয়াতুল্লাহ খামেনি দাবি করেন, এত বছর ধরে দেশের জন্য নিজেকে সমর্পণ করা দাম সুলেমানি শহিদ হয়ে ছিলেন। সুলেমানি চলে গেলেও তাঁর কাজ থামবে না। জেহাদ এগিয়ে যাবে। তিনি বার্তা দেন ইরান প্রতিশোধ নেওয়া হবে।

English summary
80 ‘American Terrorists’ Killed In Missile Attacks states Iran state Media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X