For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইয়েমেন রক্তাক্ত করল ইরান সমর্থিত বিদ্রোহীরা , নিহত ৭৫ জন সেনা জওয়ান

  • |
Google Oneindia Bengali News

ইরান- মার্কিন উত্তেজনা ইতিমধ্যেই পারদ চড়িয়েছে বিশ্ব জুড়ে। ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানিকে মার্কিন সেনা হত্যা করে। আর সেই অধ্যায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে গোটা পর্বের সূত্রপাত। ফের মার্কিন -ইরান শত্রুতা উস্কে দিয়ে পাল্টা জবাবে ইরানও মার্কিন সেনাকে নিশানা করেছে ইরাকে। এদিকে, এমন পরিস্থিতির মাঝেই কয়েক মাসের শান্তির পর ফের একবার ইয়েমেন সেনাকে নিশানা করতে শুরু করেছে ইরান সমর্থিত হাউথি বিদ্রেহীরা।

১০০ আহত, নিহতের সংখ্যা ৭৫ , ফুঁসছে ইয়েমেন!

১০০ আহত, নিহতের সংখ্যা ৭৫ , ফুঁসছে ইয়েমেন!

একের পর এক ড্রোন ও মিসাইল হামলায় ইয়েমেনের ৭৫ জন সেনাকে হত্যা করেছে ইরান সমর্থিত হাউথি বিদ্রেহীরা। ইয়েমেনের মারিবে একটি সেনা ক্যাম্প বরাবর এই আক্রমণ চলে। প্রসঙ্গত, ইয়েমেনর এই সেনা শুধু আন্তর্জাতিক স্বীকৃতই নয়, এই সেনাকে ইন্ধন যোগায় সৌদি আরব। যে সৌদির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই ইরানের।

 ইয়েমেন কী বলছে?

ইয়েমেন কী বলছে?

ইয়েমেন জানিয়ে দিয়েছে, তাদের দেশের ১০০ জন প্রায় এই হামলায় আহত হয়েছেন। সেনার ৭৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইয়েমেনের দাবি, হাউথি সন্ত্রাসবাদীরা সেদেশের মসজিদেও হামলা করেছে। ফলে আপাতত ফুঁসছে ইয়েমেন।

 সানা প্রভিন্স উত্তপ্ত

সানা প্রভিন্স উত্তপ্ত

ইয়েমেনের সানা প্রভিন্স জুড়ে আপাতত শুধু রক্তপাত। সেখানে হুউথি বিদ্রোহীদের আঁতুর ঘরে কয়েকদিন আগেই হামলা চালায় ইয়েমেন সেনা। আহত হয় বহু হাউথি জঙ্গি। এরপরই পাল্টা জবাব দেয় বিদ্রোহীরা।

English summary
75 soldiers killed by Iran-backed Houthi rebels in Yemen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X