আমেরিকায় দুটি পৃথক দুষ্কৃতী হামলায় ৪ এশীয় সহ মৃত ৭
আমেরিকায় দুটি পৃথক বন্দুকবাজের হামলায় চার এশীয় সহ সাত জন নিহত হয়েছেন। একটি হামলার ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়া এবং অপরটি ঘটেছে ওকলাহোমায়। ক্যালিফোর্নিয়ার ঘটনা চারজন এবং ওকলাহোমায় তিনজন নিহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় একটি পারিবারিক পার্টি চলাকালীন বন্দুকধারীর গুলিতে চার এশীয় নিহত এবং ছয় জন জখম হয়েছেন। রবিবার রাতে ফ্রেশনো শহরে ফুটবল খেলা দেখার এক পার্টিতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তিনজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা যান। ইস্ট লেমোনা এভিনিউয়ে বাড়িটির পেছনের মাঠে পরিবারের সদস্য ও তাদের বন্ধুসহ ৪৫ জন ফুটবল খেলা দেখতে জড়ো হয়েছিলেন। এই সময় অজ্ঞাত এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি চালায়। স্থানীয় সময় রাত ৮ টার দিকে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নিহতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা সবাই এশিয়ান। জখম ছয়জনের অবস্থা স্থিতিশীল এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, হামলাকারী টার্গেট করেই গুলি চালিয়েছেন। তবে এখনও এই ঘটনার কারণ খুঁজে পাওয়া যায়নি।
এদিকে অপর এক ঘটনায়, সোমবার ওকলাহোমার ওয়ালমার্টে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। ওকলাহোমার হাইওয়ের পুলিশ এই তথ্য জানিয়েছে। ডানকান পুলিশ গুলির সত্যতা নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় ও তাদের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।