For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মসজিদে গুলি চালানোর ঘটনায় ৭ ভারতীয়ের মৃত্যু, থমথমে নিউজিল্যান্ড

চোখের পলকে রক্তাক্ত হয়ে গিয়েছিল ক্রাইস্টচার্চের মসজিদ। কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে এলোপাথারি আচমকা গুলি ছুটে আসতে থাকে প্রার্থনারত মানুষগুলির ওপর।

  • |
Google Oneindia Bengali News

চোখের পলকে রক্তাক্ত হয়ে গিয়েছিল ক্রাইস্টচার্চের মসজিদ। কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে এলোপাথারি আচমকা গুলি ছুটে আসতে থাকে প্রার্থনারত মানুষগুলির ওপর। মুহূর্তে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তাঁরা । নিউজিল্যান্ডের এই নারকীয় হত্যালীলায় মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন ৭ জন ভারতীয়।

মসজিদে গুলি চালানোর ঘটনায় ৭ ভারতীয়ের মৃত্যু নিউজিল্যান্ডে

হায়দরাবাদের সফ্টওয়েল ইঞ্জিনিয়ার ৩০ বছরের ফরহাজ আহসান এই হত্যালীলার অন্যতম শিকার। তাঁর পরিবারে যেমন শোকের ছায়া , তেমনই তেলঙ্গানা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে গুজরাতের ভাদোদরা, ভারুচেও একই ছবি। এখানেই শেষ নয়, হায়দরাবাজের কাছে ওয়ারাঙ্গল, কেরলের ত্রিশূর , সমস্ত জায়গাতেই একই ছবি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ভারত হারিয়েছেন তার ৭ সন্তানকে। যে শোকে মুহ্যমান দেশের বিভিন্ন জায়গার ৭টি পরিবার।

অস্ট্রেলিয় আততায়ীর এই আক্রমণ শুক্রবারের ঘটনা। যখন মসজিদে চলছিল নামাজ পাঠ। ক্রাইস্টচার্চের সেই মসজিদে হাজির ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও। তবে তাঁরা একটুর জন্য প্রাণে বেঁচে যান। গোটা ঘটনার ফেরসবুক লাইভ স্ট্রিমিং করে আততায়ী। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা সহ , গ্রেফতার করা হয়এছে সন্দেহভাজনকেও।

English summary
one from Hyderabad, a woman from Kerala and two from Gujarat .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X