৬৭ বছরের চিনা মহিলা জন্ম দিলেন কন্যা সন্তানের, গড়লেন রেকর্ড
আইভিএফ পদ্ধতি ছাড়াই ৬৭ বছরের এক মহিলা জন্ম দিল এক কন্যা সন্তানের। গত সপ্তাহেই এই আশ্চর্য ঘটনা ঘটেছে চিনে। জানা গিয়েছে, তায়ান পদবীর ওই মহিলা দেশ তথা বিশ্বের প্রথম বৃদ্ধা যিনি স্বাভাবিকভাবে প্রসব করলেন।

জানা গিয়েছে, জায়োজহুয়াংয়ের মেটারনিটি ও চাইল্ড হেলথকেয়ার হাসপাতালে গত শুক্রবার ওই মহিলার সিজার করে সন্তান প্রসব করানো হয়েছে। শিশুটি খুবই স্বাস্থ্যবান হয়েছে এবং তার ওজন ৫.৬ পাউন্ড বলে জানা গিয়েছে। চিকিৎসক লিউ ওয়েনচ্যাং বলেন, 'মা প্রসবের জন্য খুবই প্রবীণ ছিলেন এবং তাঁর দেহে বেশ কিছু জটিলতাও দেখা দিয়েছিল। কিন্তু আমরা ভাগ্যবান যে মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।’
চিকিৎসক আরও বলেন, 'সিজার করার সময় দেখা যায় টিয়ানের ডিম্বাশয় ৪০ বছরের মহিলার মতো রয়েছে। ৬০ বছরের মহিলার যেমন ডিম্বাশয় সঙ্কুচিত হয়ে যায়, এটা সেরকম ছিল না। তাই এটা থেকেই বোঝা যায় তিনি কিভাবে স্বাভাবিক উপায়ে গর্ভবতী হলেন।’ স্থানীয় সংবাদমাধ্যমকে টিয়ান জানান, তিনি বেশ কয়েকমাস বুঝতেই পারেননি যে তিনি অন্তঃসত্ত্বা। স্বাস্থ্য পরীক্ষা করার সময় চিকিৎসকদের নজরে এটা পড়ে এবং তাঁরাই টিয়ানকে জানান। প্রথমদিকে টিয়ানের গর্ভাবস্থা বেশ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু খুব শীঘ্রই দম্পতি তাঁদের নতুন সন্তানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে যান।
তবে টিয়ান আদৌও স্বাভাবিক প্রক্রিয়ায় মা হয়েছেন কিনা সে বিষয়ে হাসপাতালের কর্মীরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। কারণ তিনি যখন হাসপাতালে ভর্তি হন তখন তিনি গর্ভবতী। টিয়ানের আগে ৫৭ বছরের এক মহিলা স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন। তিনি অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক ছিলেন। দম্পতির দুই সন্তান রয়েছে, যাঁরা বেশ বড় এবং তৃতীয় সন্তান আসা নিয়ে তাঁদের প্রবল আপত্তি ছিল।