For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলে সংসার পাতার পরিকল্পনায় শামিল ৬২ ভারতীয়!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মার্স ওয়ান
লন্ডন, ২ জানুয়ারি: চলুন মঙ্গলে যাই! ঘটিবাটি নিয়ে সংসার পাতি!

এখন চোখ ছানাবড়া হলেও ২০২৪ সালে হবে না। বোঁচকাবুঁচকি নিয়ে মঙ্গলযানে উঠে পড়লেই হল! একদম গিয়ে নামবেন লাল গ্রহের মাটিতে!

মার্স ওয়ান। নেদারল্যান্ডের এই সংস্থাটি মানুষকে মঙ্গলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিল। ১৪০টি দেশ থেকে ২ লক্ষ মানুষ আবেদনপত্র জমা দেন। সেখান থেকে ঝাড়াই-বাছাই করে প্রাথমিকভাবে ১০৫৮ জনকে বেছে নেওয়া হয়েছে। এঁদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হবে। যাঁরা প্রশিক্ষণ পূর্ণ করবেন, তাঁদের ভিতর থেকে আবার ৪ জনকে বেছে নেওয়া হবে 'ফাইনাল মিশন'-এর জন্য। আনন্দের কথা, এই তালিকায় ৬২জন ভারতীয় রয়েছেন।

মার্স ওয়ানের সহ-প্রতিষ্ঠাতা বাস ল্যান্সড্রপ জানান, প্রথম পর্যায়ে এত সাড়া পাওয়ায় তাঁরা আনন্দিত। তবে, এবার যাঁরা সুযোগ পেলেন না, তাঁদের মন খারাপ করতে মানা করেছেন তিনি। কারণ, চলতি বছরে এবং ২০১৫ সালে আরও দু'বার আবেদনপত্র গ্রহণ করা হবে। সেখান থেকেও কিছু মানুষকে বেছে নেওয়া হবে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯৭ জন, কানাডার ৭৫ জন রয়েছেন সংশ্লিষ্ট তালিকায়।

আশ্চর্যের বিষয় হল, এই ১০৫৮ জনকে জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁদের শুধু মঙ্গলে নিয়ে যাওয়া হবে। ফিরিয়ে আনার কোনও ব্যবস্থা নেই! তবুও কেউ পিছিয়ে যাননি।

মঙ্গলে বসত করতে যাবেন বলে কথা! নির্ভীক হতে হবে বৈকি!

English summary
62 Indians shortlisted for one-way trip to mars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X