For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭-এ রানি এলিজাবেথকে ঘিরে ব্রিটিশ রাজপরিবারের এই ঘটনাটি মনে রাখার মত

ব্রিটিশ রাজপরিবারের আরেকটি অভূতপূর্ব ঘটনা হল রানি এলিজাবেথের , রাজত্বকালের ৬৫ বছর উদযাপন বা নীলা জয়ন্তী।

  • |
Google Oneindia Bengali News

ব্রিটিশ রাজপরিবার ঘিরে বিভিন্ন সময়ে প্রকাশিত হওয়া নানা ঘটনাই নজর কেড়েছে। দুর্ঘটনায় প্রাক্তন যুবরানি ডায়নার মৃত্যু রহস্য থেকে উইলিয়ামের বিয়ে পর্যন্ত সমস্ত ঘটনাকে ঘিরেই ছিল সাধারণ মানুষের কৌতূহল। আর এই ব্রিটিশ রাজপরিবারের আরেকটি অভূতপূর্ব ঘটনা হল রানি এলিজাবেথের , রাজত্বকালের ৬৫ বছর উদযাপন বা নীলা জয়ন্তী।

[আরও পড়ুন:২০১৭ -তে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে বিশ্বের এই দেশগুলিতে , গড়েছে এক ঐতিহাসিক অধ্যায়][আরও পড়ুন:২০১৭ -তে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে বিশ্বের এই দেশগুলিতে , গড়েছে এক ঐতিহাসিক অধ্যায়]

নীলা জয়ন্তী

নীলা জয়ন্তী

ব্রিটিশ সিংহাসনে দ্বিতীয় রানি এলিজাবেথের অধিষ্ঠানের ৬৫ বছর পূর্ণ হয় ফেব্রুয়ারি মাসে। এইদিনটিকে স্যাফাইয়ার জয়ন্তী বা নীলা জয়ন্তী বলা হয়। ব্রিটিশ রাজপরিবারে তিনিই প্রথম ব্যক্তিত্ব যিনি এই এতকাল পর্যন্ত রাজমসনদে অধষ্ঠানের সম্মান পান। এই ঘটনাকে ঘিরে স্বভাবতই চরম উদযাপনে মেতে ওঠে ব্রিটেন।

উদযাপন

উদযাপন

২০১৭ সালের ৬ মার্চ রানি এলিজাবেথ নিজের অধিষ্ঠানকালের ৬৫ বছর পূর্ণ করেন। এই উপলক্ষ্যে সেইদিন নীল রঙের পোশাক ও অলঙ্কার পরা রানি এলিজাবেথের একটি পোট্রেট প্রকাশ করে রানির কার্যালয়। ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ তথা এলিজাবেথের বাবা, রানির বিয়েতে এই গয়না গুলি উপহার দেন।

ব্রিটিশ রাজমসনদে রানির অধিষ্ঠান

ব্রিটিশ রাজমসনদে রানির অধিষ্ঠান

১৯৫২ সালে ২৫ বছর বয়সে ব্রিটিশ মসনদে অধিষ্ঠিত হন রানি এলিজাবেথ। ব্রিটিশ রাজ ষষ্ঠ জর্জের মৃত্যুর পর , তাঁর মেয়ে এলিজাবেথ রাজপরিবারের নিয়ম মেনে এই মসনদে অধিষ্ঠাত্রী হন। উল্লেখ্য, তাঁর বাবার মৃত্যুকালে স্বামীর সঙ্গে কেনিয়া সফরে ছিলেন রানি। বিয়োগান্তক খবর পেয়ে তাঁরা ছুটে যান ব্রিটেনে।

 এলিজাবেথের বিয়ে

এলিজাবেথের বিয়ে

রাজ মসনদে অধিষ্ঠানের আগেই অবশ্য বিয়ে হয়ে যায় এলিজাবেথের। ১৩ বছর বয়স থেকেই গ্রিস ও ডিউক অব এডিনবার্গ ফিলিপের সঙ্গে তাঁর প্রেম। এরপর ২১ বছর বয়সেই তাঁদের বাগদান সম্পন্ন হয়। আর ১৯৪৭ সালে তাঁদের বিবাহ সম্পন্ন হয়।

নীলা জয়ন্তীর নেপথ্যের দুঃখ জনক ঘটনা

নীলা জয়ন্তীর নেপথ্যের দুঃখ জনক ঘটনা

ব্রিটেনে ২০১৭ সালে এই নীলা জয়ন্তী উপলক্ষ্যে সেই পর্যায়ে উৎসব উন্মাদনা হয়নি। কারণ এই দিনেই রানি এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ প্রয়াত হন। আর ৬৫ বছর আগে সেই দিনটিতেই রানি অধিষ্ঠিত হন রাজ মসনদে।

English summary
6 th february 2017 marks the saphire jubilee of Queen Elizabeth II.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X