For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ৮ দিনে ৩ বার, ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! বাসিন্দাদের মধ্যে সুনামি আতঙ্ক

ফের ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৫। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের শীরাম দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি হয়।

  • |
Google Oneindia Bengali News

ফের ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৫। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের শীরাম দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি হয়। সেখানকার বেশ কিছু ভবনের ক্ষতি হলেও, সেখানে কোনও সুনামি সতর্কতা দেওয়া হয়নি। তবে বাসিন্দাদের মধ্যে সুনামি আতঙ্ক তৈরি হয় বলে জানা গিয়েছে।

গত ৮ দিনে ৩ বার, ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! সুনামি আতঙ্কা বাসিন্দাদের মধ্যে

দুর্যোগ রক্ষাকারী দলের সদস্যরা জানিয়েছেন, ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, আম্বন এবং কাইরাতুতে। ভোরের এই ভূমিকম্পে অনেকেরই ঘুম ভেঙে যায়। ভূমিকম্পে ইউনিভার্সিটি বিল্ডিং-এর ক্ষতি হয়েছে। ফাটল ধরেছে ব্রিজেও। অনেক বাড়িতেই জিনিসপত্র ঘরের মেঝেয় ছড়িয়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।

গত শনিবারও সেখানে ভূমিকম্প হয়। স্থানীয় সময় রাত ৭.৪৩-এ ভূমিকম্পটি হয়। সৌমলাকির ১৮৬ কিমি উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৪৮.৫ কিমি নিচে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারও ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ। সেখানে অগ্ন্যুৎপাতও হয় মাঝে মধ্যেই। মাস দুয়েক আগেও সেখানে ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার পূর্বে মলুকাসের টার্নেট শহরের দক্ষিণপূর্বে এই ভূমিকম্পটি হয়েছিল।

জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৬.১। তবে এই ভূমিকম্পের পরেই কম মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। যার তীব্রতা ছিল ৫.২।

[ পাকিস্তানি ড্রোনের অস্ত্রবর্ষণ নিয়ে এবার পাল্টা হুঙ্কার ভারতীয় সেনার! ছেড়ে কথা না বলার বার্তা][ পাকিস্তানি ড্রোনের অস্ত্রবর্ষণ নিয়ে এবার পাল্টা হুঙ্কার ভারতীয় সেনার! ছেড়ে কথা না বলার বার্তা]

ডিসেম্বরের সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ায়। আগ্নেয়গিরিতে হওয়া বিস্ফোরণের পরেই সুন্দা প্রণালীতে হওয়া সুনামিতে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৪০০ জনের।

 [কাশ্মীর নিয়ে পাকিস্তান এখনই কী চায়, জানাল রাষ্ট্রসংঘকে] [কাশ্মীর নিয়ে পাকিস্তান এখনই কী চায়, জানাল রাষ্ট্রসংঘকে]

English summary
An earthquake of magnitude 6.5 hit the island of Seram in Indonesia's eastern province of Maluku on Thursday, damaging to some buildings, but there was no risk of a tsunami, the geophysics agency said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X