For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু জল খেয়েই তাইওয়ানের লিওর সুর দিন কেটে যায়

বাইরের চাকচিক্যের থেকেও যদি খাদ্যাভাসের দিকে বেশি নজর দেওয়া যায়, তাহলে উপকার বেশি। অন্তত তাইওয়ানের লিওর সু সেকথাই প্রমাণ করলেন।

  • |
Google Oneindia Bengali News

যৌবন ধরে রাখতে প্রত্যেকেই কিছু না কিছু চেষ্টা করেন। কেউ নিজের চেহারার চাকচিক্যের ওপর জোর দেন , কেউ বা খাদ্যাভাসের ওপর জোর দেন।

শুধু জল খেয়েই তাইওয়ানের লিওর সুর দিন কেটে যায়

তবে বাইরের চাকচিক্যের থেকেও যদি খাদ্যাভাসের দিকে বেশি নজর দেওয়া যায়, তাহলে উপকার বেশি। অন্তত তাইওয়ানের এক সুন্দরী সেই কথাই প্রমাণ করলেন। লিওর সু , তাই ওয়ানের এমন এক সুন্দরী যাঁর বয়স ৪২ ছুঁই ছুঁই হলেও লিএর সু কোনও অষ্টাদশীর থেকে এক বছরও বেশি বয়স্ক লাগেন না তিনি।

এমন রূপ যৌবন ধরে রাখায় নেপথ্যে রয়েছে , খাদ্যাভাসের বহুবিধ নীতি। লিওর জানিয়েছেন , শুধু জল ও শাকসব্জি খেয়ে তিনি এভাবে নিজেকে ধরে রেখেছেন। ৪২-এর কাছে বছর বয়স। তবে তাঁকে তা দেখে বোঝবার উপায় নেই। সু য়ের জীবনের এই সত্য সোশ্যাল মিডিয়ায় আসতেই ক্রমাগত ফেসবুক ও টুইটারে বাড়তে থাকে তাঁর ফলোয়ার সংখ্যা।

English summary
Lure Hsu, an interior designer from Taiwan is approaching her 42nd birthday – but, looking at her pictures, anyone would be hard-pressed to put her age a day above 18.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X