For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবারে মসজিদে হামলার ঘটনায় ৪৯ জনের মৃত্যু নিউজিল্যান্ডে, মহিলা সহ ৪ জন আটক

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় রীতিমত আতঙ্কের আবহ ছড়িয়ে পড়েছে। সেদেশর প্রাইমমিনিস্টার জ্যাসিন্ডা আর্ডান জানিয়েছেন এমন দিন নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম 'কালো দিন'।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় রীতিমত আতঙ্কের আবহ ছড়িয়ে পড়েছে। সেদেশর প্রাইমমিনিস্টার জ্যাসিন্ডা আর্ডান জানিয়েছেন এমন দিন নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম 'কালো দিন'। এখনও পর্যন্ত ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জন।

শুক্রবারে মসজিদে হামলার ঘটনায় ২৭ জনের মৃত্যুর আশঙ্কা নিউজিল্যান্ডে, মহিলা সহ ৪ জন আটক

এদিকে, সেদেশের পুলিশ ইতিমধ্য়েই ৪ জনকে আটক করেছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে। ধৃতদের মধ্যে রয়েছে একজন মহিলাও। তবে এখনও মূল আততায়ীকে পুলিশ নাগালের মধ্যে পায়নি বলে খবর। এদজিকে,শুক্রবারের এই হামলার জেরে , ক্রাইস্টচার্চ এলাকার সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের দাবি, 'বিপদ এখনও কাটেনি'। বন্দুকবাজদের সঙ্গে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানের পর পর ২টি মসজিদে হামলা চালানো হয়েছে বলে খবর। গোটা ঘটনার প্রক্রিয়া ফেসবুকে লাইভ স্ট্রিম করা হয়েছে বলেও তথ্য উঠে আসছে। মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার অধিবাসী ব্রেন্টেন ট্যারেন্ট এই ঘটনার সঙ্গে যুক্ত। এই অস্ট্রেলিয় নাগরিক কট্টরপন্থী বলে পরিচিত।

[আরও পড়ুন: নিউজিল্যান্ডে ২ মসজিদে হামলার ঘটনা ফেসবুকে লাইভ স্ট্রিম করা হয়! কী দেখা গিয়েছে সেখানে][আরও পড়ুন: নিউজিল্যান্ডে ২ মসজিদে হামলার ঘটনা ফেসবুকে লাইভ স্ট্রিম করা হয়! কী দেখা গিয়েছে সেখানে]

পুলিশের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘটনার যে লাইভ স্ট্রিমিং করা হয়েছে , সেই ভিডিও যেন কোনওভাবেই শেয়ার না করা হয়। উল্লেখ্য, ঘটনার কিছুক্ষণ আগেই সেখানে হাজির ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে একটুর জন্য বেঁচে যান তাঁরা। গোটা ঘটনায় এখনও চাঞ্চল্য নিউজিল্যান্ড জুড়ে।

[আরও পড়ুন:মসজিদে নির্বিচারে চলল এলোপাথারি গুলি! ৯ জনের মৃত্যু, আতঙ্কে নিউজিল্যান্ড][আরও পড়ুন:মসজিদে নির্বিচারে চলল এলোপাথারি গুলি! ৯ জনের মৃত্যু, আতঙ্কে নিউজিল্যান্ড]

English summary
New Zealand Mosque Shooting News Updates: 27 Feared Dead in Christchurch Shootout; Four Suspects Including Woman in Custody.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X