For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুমের ঘোরে ব্যাগের বদলে পিঠে চেয়ার নিয়েই ছুট ছাত্রের, ভাইরাল ভিডিও

স্কুলজীবন মানেই অনেকের মনে নানা স্মৃতি ভিড় করে। বিশেষ করে স্কুল শেষের ক্লাসগুলোতে পিছন বেঞ্চে বসে বসে একটু ঘুমিয়ে নেওয়ার কথা কেউই অস্বীকার করতে পারে না। তবে, এত বিপদও ছিল।

Google Oneindia Bengali News

স্কুলজীবন মানেই অনেকের মনে নানা স্মৃতি ভিড় করে। বিশেষ করে স্কুল শেষের ক্লাসগুলোতে পিছন বেঞ্চে বসে বসে একটু ঘুমিয়ে নেওয়ার কথা কেউই অস্বীকার করতে পারে না। তবে, এত বিপদও ছিল। শিক্ষকের হাতে ধরা পড়লে তা হলে আর রক্ষে ছিল না, এমন মার জুটত যে ঘুমের দফা-রফা।

ঘুমের ঘোরে ব্যাগের বদলে পিঠে চেয়ার নিয়েই ছুট ছাত্রের, ভাইরাল ভিডিও

এমনই এক ঘুমন্ত ছাত্র যা কাণ্ড বাঁধাল তাতে এখন হেসে মরছে সোশ্য়াল মিডিয়া। কারণ ওই ঘুমন্ত ছাত্র পিঠে ব্যাগ নেওয়ার বদলে আস্ত একটা চেয়ার চাপিয়ে বাড়ির পথে হাঁটা দেয়। ফিলিপিন্সের এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ক্লাসের শেষে ঘুমিয়ে পড়েছিল এক ক্ষুদে পড়ুয়া। ক্লাস শেষ হয়ে গেলেও তার ঘুম ভাঙেনি। দিদিমণি এসে ওই ছাত্রের ব্যাগে বই-খাতা-পেনসিল ঢোকাতে থাকেন। এমনই সময় ওই ছাত্রের ঠাকুমা ক্লাসরুমের দরজায় এসে তাকে ডাকছিল। ঘুমঘুম চোখেই ওই পড়ুয়া এবার ঠাকুমার কাছে যেতে থাকে। কিন্তু, যাওয়ার আগে পাশে থাকা প্লাস্টিকের চেয়ারের দু'দিকের হ্যান্ডেলের ভিতরে হাত ঢুকিয়ে তা পিঠে চাপিয়ে নেয়। পিঠের উপরে চেয়ার দেখে মনে হচ্ছিল যেন ওটাকেই সে ব্যাগ হিসাবে ভাবছে। অথচ তার ব্যাগ তখনও দিদিমণির কাছে।

পড়ুয়ার এমনকাণ্ডে সেখান উপস্থিতি সব দিদিমণিদের মধ্যে হাসির হুল্লোড় পড়ে যায়। এক দিদিমণি আবার মোবাইলে গোটা ঘটনা ভিডিও করতে থাকেন। ফিলিপিন্সের ক্যাভিটে প্রদেশের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে ৪ বছরের ওই পড়ুয়ার নাম ডিন লিউস পাগতাখান।

English summary
A four year old student was in deep sleep. At the end of the class grandmother came to take him. But he took chair on his back instead of his bag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X