For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিয়ার ইদলিবে বিস্ফোরণে শিশুসহ নিহত ৩৯

সিরিয়ার উত্তর-পশ্চিমের বিদ্রোহী অধ্যূষিত প্রদেশ ইদলিবে এক বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত হয়েছে অন্তত ৩৯ জন। সিরিয় সেনাবাহিনীর পরবর্তী লক্ষ্য মনে করা হচ্ছে এটিকে।

  • By Bbc Bengali

সিরিয়ার ইদলিবে বিস্ফোরণে ১২ শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছে
Getty Images
সিরিয়ার ইদলিবে বিস্ফোরণে ১২ শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছে

সিরিয়ার উত্তর-পশ্চিমের বিদ্রোহী অধ্যূষিত প্রদেশ ইদলিবে এক বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত হয়েছে অন্তত ৩৯ জন।

বলা হচ্ছে, সারমাদা শহরে অবস্থিত ঐ ভবনে একজন অস্ত্র চোরচালানকারীর গোলাবারুদ মজুদ করা ছিল।

একজন পর্যবেক্ষক ও সংবাদদাতাদের মতে, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

সিরিয়ার শেষ বিদ্রোহী অধ্যূষিত এলাকা ইদলিব। সিরিয় সেনাবাহিনীর পরবর্তী লক্ষ্য মনে করা হচ্ছে এটিকে।

রাশিয়া এবং ইরান সমর্থিত সিরিয় সরকার গত কয়েকমাসে দেশের ভেতরে বিদ্রোহী ও ইসলামপন্থী জঙ্গীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালায়।

সংবাদ সংস্থা এএফপি'র একজন প্রতিনিধি জানায়, রবিবার সারমাদা শহরের উদ্ধারকর্মীরা বুলডোজার ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া মানুষ উদ্ধার করে।

ইদলিবের বেসামরিক প্রতিরক্ষা দলের একজন সদস্য জানান, "বহু বেসামরিক নাগরিকসহ অনেকগুলো ভবন রীতিমতো গুড়িয়ে দেয়া হয়েছে।"

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

ধরাণা করা হচ্ছে, ঐসব ভবনে থাকা অধিকাংশ মানুষই বিদ্রোহী ও জঙ্গী যোদ্ধাদের পরিবারের সদস্য, যারা অন্যান্য এলাকা থেকে পালিয়ে ইদলিবে আশ্রয় নিয়েছিলেন।

আরো পড়তে পারেন:

পঁচিশ বছর ধরে পেঁচার খোঁজে গুপ্তধন সন্ধানীরা

ভারতে অ্যাডল্ফ হিটলার কেন ঘৃণিত নন?

তুরস্কে কম খরচে বেড়ানোর আসল সময় এখন

চীন ১০ লাখ উইগুর মুসলিমকে আটকে রেখেছে?

English summary
39 killed in Syria's Idlib blast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X