For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদার্থবিদ্যায় এবছরের নোবেল পাওয়া গবেষণাপত্রে অবদান ৩৭জন ভারতীয়র

মহাকর্ষীয় তরঙ্গের খোঁজ এনে দেওয়া গবেষণা পত্রের সহ লেখক ৩৭ জন ভারতীয় গবেষক-বিজ্ঞানী।

  • |
Google Oneindia Bengali News

মহাকর্ষীয় তরঙ্গের খোঁজ এনে দেওয়া গবেষণা পত্রের সহ লেখক ৩৭ জন ভারতীয় গবেষক-বিজ্ঞানী। মোট নয়টি ইনস্টিটিউটের বিজ্ঞানী যার মধ্যে রয়েছে ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স। এই গবেষণাপত্রটি মঙ্গলবার নোবেল পুরস্কার পেয়েছে পদার্থবিদ্যায়।

পদার্থবিদ্যায় নোবেল পাওয়া গবেষণা পত্রের সহ লেখক ৩৭ জন ভারতীয়

মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন রেইনার ওয়েইস, ব্যারি সি ব্যারিশ, ও কিপ এস থোর্ন। মহাকর্ষীর তরঙ্গের পর্যবেক্ষণ সংক্রান্ত গবেষণা করে তাঁরা নোবেল পান।

ভারতের মহাকর্ষীয় তরঙ্গের গবেষণার অন্যতম পথীকৃত সঞ্জীব ধুরন্ধর জানিয়েছেন, এই গবেষণায় ভারতীয়দের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোলাহল থেকে সিগন্যাল খুঁজে বের করা, মহাকর্ষীয় তরঙ্গকে খুঁজে বের করা ইত্যাদি ক্ষেত্রে। নোবেল পুরস্কার পরোক্ষে ভারতের গবেষণাকে স্বীকৃতি দিল বলেই মনে করা হচ্ছে।

সঞ্জীববাবু জানিয়েছেন, তিনি এই বিষয়ে তিন দশক ধরে গবেষণা করছেন। সেইসময়ে এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসা অসম্ভব মনে হতো। তবে এখন কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণায় ভারতের উল্লেখযোগ্য অবদানের কথা বারবার তিনি উল্লেখ করেছেন।

English summary
37 Indian scientists co-authors of gravitational waves discovery paper that gets Nobel prize 2017 in Physics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X