For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহরমের উ‌ৎসবে কারবালায় পদপিষ্ট হয়ে মৃত ৩১, আহত শতাধিক

মহরমের উ‌ৎসবে কারবালায় দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ৩১ জন। আহত হয়েছেন শতাধিক। আসুরা পালনের সময় ভেঙে পড়ে সেতু। সেসময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান ৩২ জন।

Google Oneindia Bengali News

মহরমের উ‌ৎসবে কারবালায় দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ৩১ জন। আহত হয়েছেন শতাধিক। আসুরা পালনের সময় ভেঙে পড়ে সেতু। সেসময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান ৩২ জন। আশঙ্কাজনক অবস্থায় শতাধিক পূন্যার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহরমের উ‌ৎসবে কারবালায় পদপিষ্ট হয়ে মৃত ৩১, আহত শতাধিক

বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরে প্রতিবছরই মহরম উপলক্ষ্যে এই উৎসব পালন করা হয়ে থাকে। জঙ্গি হামবা ঘটতে পারে এই আশঙ্কায় এবছর কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সেখানে। আসুরা উপলক্ষ্যে প্রতিবছরই কয়েক লক্ষ পূন্যার্থী হাজির হন এই কারবালায়। এবারও সেই ভিড়ই হয়েছিল। কিন্তু কোনও কারণে কারবালার আসুরা ময়দানে ভিড়ে ঠাসা সেতুটি ভেঙে পড়ে।

[আরও পড়ুন:আফগান-পশতুন জঙ্গিদের নিয়ে পাকিস্তানের নয়া ছক! কাশ্মীর সীমান্তে 'লঞ্চপ্যাড' প্রস্তুত][আরও পড়ুন:আফগান-পশতুন জঙ্গিদের নিয়ে পাকিস্তানের নয়া ছক! কাশ্মীর সীমান্তে 'লঞ্চপ্যাড' প্রস্তুত]

রবিবার রাতে প্রায় হাজার খানেক বাসিন্দা হাজির হয়েছিলেন এই কারবালার ময়দানে। তখনই দুর্ঘটনাটি ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করে স্থানীয় প্রশাসন। আপাতত সেখানে পূন্যার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের প্রবেশ অবাধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ করাই পরবর্তী লক্ষ্য! হুঙ্কার মোদী সরকারের মন্ত্রীর][আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ করাই পরবর্তী লক্ষ্য! হুঙ্কার মোদী সরকারের মন্ত্রীর]

English summary
31 people were killed in Karbala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X